চলচ্চিত্রপ্রেমীদের জন্য রয়েছে দারুণ সুখবর।ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা-র ২২তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতে চলেছে আরব আমিরশাহীর আবু ধাবিতে।এমনটাই ঘোষণা করেছে আইফা কতৃপক্ষ।আগামী বছরের ১৮ ও ১৯মার্চ আবু ধাবির যশ আইল্যান্ডে বসবে আইফার বার্যিক অনুষ্ঠানের আসর।অনুষ্ঠানের সাফল্যের জন্য বিশেষ সহযোগীতা করছে আবু ধাবির সংক্কৃতি ও পর্যটন বিভাগ।প্রতিবারের মতো আইফার আগামী অনুষ্ঠানও হতে চলেছে তারকাখচিত। বলিউডের বহু তারকাদের পাশাপাশি আন্তর্জাতিক বহু তারকাও অনুষ্ঠানে হাজির থাকবে বলে খবর।ইতিমধ্যেই সেই নিয়ে পুরোদস্তুর প্রস্তুতি শুরু করে দিয়েছে আইফা কতৃপক্ষ।