দুবাই: ক্রিকেট ম্যাচে সময় নষ্ট করা আটকাতে সচেষ্ট আইসিসি (ICC)। নতুন পদক্ষেপ হিসেবে সাদা বলের ক্রিকেটে তাই স্টপ-ক্লক (Stop-Clock) চালু করতে চলেছে তারা। ২০২৩-এর ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত পরীক্ষামূলকভাবে স্টপ-ক্লক ব্যবহার করা হবে। এক ওভার শেষ হওয়ার পর পরের ওভার শুরু করতে ফিল্ডিং টিম অতিরিক্ত সময় নিয়ে ফেলছে কি না সেটাই মেপে দেখা হবে স্টপ-ক্লকে।
নতুন পদক্ষেপের সঙ্গে অবশ্যই থাকছে জরিমানা। নতুন ওভার শুরু করতে ১ মিনিটের বেশি দেরি ফিল্ডিং টিম যদি তিনবার করে ফেলে, তাহলে তাদের পাঁচ রান জরিমানা হবে। ব্যাটিং টিম ভালো খেললে অনেক সময় খেলার গতি মন্থর করে দেওয়ার চেষ্টা করে বোলাররা। তাতে সম্পূর্ণ মদত থাকে অধিনায়ক এবং অন্যান্য ফিল্ডারদের। এসব আটকাতেই স্টপ-ক্লকের আমদানি।
আরও পড়ুন: পরশু ফের অজিদের বিরুদ্ধেই শুরু টি২০ সিরিজ
আইসিসি-র তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ২০২৩ ডিসেম্বর থেকে ২০২৪ এপ্রিল পর্যন্ত ছেলেদের ওডিআই এবং টি২০আই ম্যাচে পরীক্ষামূলকভাবে স্টপ-ক্লক চালু করা হবে। এই ঘড়ি দুই ওভারের মধ্যেকার সময় পরিমাপ করবে। যদি নতুন ওভার শুরু করতে ফিল্ডিং টিম ৬০ সেকেন্ডের বেশি সময় নেয়, এবং এরকম তিনবার ঘটে তাহলে পাঁচ রান জরিমানা।
সময় বাঁচানো নিয়ে এই পদক্ষেপের ঘটনায় অবধারিতভাবে এসে পড়ে ‘টাইমড আউট’ (Timed Out) প্রসঙ্গ। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের (Shakib Al Hasan) আবেদনে টাইমড আউট হয়েছিলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথেউজ (Angelo Mathews)। এই ঘটনায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়। বেশিরভাগ প্রাক্তন ক্রিকেটার সাকিবের আবেদনকে অখেলোয়াড়োচিত বলেন। কিন্তু সাকিব এবং তাঁর দেশের প্রতিটি মানুষের দাবি, যা হয়েছে আইসিসি-র নিয়ম মেনেই হয়েছে।