মুম্বই: সুস্থ আছেন বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan Snake Bite)৷ সোমবার তাঁর ৫৬ তম জন্মদিন৷ সকাল থেকে তাঁকে সোশাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন বন্ধু বান্ধব থেকে ভক্ত এবং অনুরাগীরা৷ সেই সঙ্গে গোটা বলিউড তাঁর আরোগ্য কামনাও করেছে৷ ঘটনা হল, জন্মদিনের আগের দিন রবিবার পানভেলের ফার্ম হাউজে (Panvel Farm House) আচমকাই একটি সাপ তাঁকে কামড়ে দিয়েছিল৷ সাপের কামড় খেয়ে দীর্ঘক্ষণ হাসপাতালে ভরতি ছিলেন সলমন৷ পরে হাসপাতাল থেকে তাঁকে বাড়ি নিয়ে আসা হয়৷ অভিনেতার বাবা সেলিম খান (Selim Khan) বলেন, ‘হাসপাতাল থেকে ফার্ম হাউজেই ফিরে আসে সলমন৷ কয়েকঘণ্টা ঘুমায়৷ ও এখন ভালোই আছে৷ চিন্তার কোনও কারণ নেই৷’
তবে সলমকে সাপে কামড়ানোর খবরে রবিবার সকাল থেকে খান পরিবারে হুলুস্থুলু পড়ে গিয়েছিল৷ ছেলেকে নিয়ে চিন্তায় পড়ে যান সেলিম খান৷ তিনি বলেন, ‘চিন্তা তো হচ্ছিলই৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওকে ওষুধপত্র সব দেওয়া হয়৷ তবে কপাল ভালো সাপটা বিষহীন ছিল৷’ সোমবার জন্মদিন উপলক্ষে সাংবাদিকদের সামনে আসেন সলমন৷ তিনি বলেন, ‘গতকাল একটা সাপ ফার্ম হাউজে ঢুকে পড়েছিল৷ আমি লাঠি দিয়ে সাপটাকে বের করে দেওয়ার চেষ্টা করি৷ সেই সময় সাপটা আমার হাতে উঠে তিনবার দংশন করে৷’ তারপর? অভিনেতা বলেন, ‘তারপর সাপটাকে ছেড়ে দেওয়া হয়৷ কেউ ওর ক্ষতি করেনি৷ আর আমি হাসপাতালে ছ’ঘণ্টা কাটিয়ে বাড়ি ফিরে এলাম৷ এখন আমি সুস্থ আছি৷’
পানভেলের এই ফার্ম হাউজে আগেও সাপ ঢুকেছে৷ সেলিম খান জানিয়েছেন, আশেপাশে জঙ্গল থাকায় মাঝেমধ্যেই বাড়ির ভেতর সাপ, বিছা ঢুকে পড়ে এবং স্টাফদের কামড়ে দেয়৷ সলমনকে সাপে কামড়ানোর পর ওরাই সাপটাকে ধরে বাইরে বের করে দেয়৷ যেহেতু সাপটা বিষহীন ছিল তাই কেউ ওর ক্ষতি করেনি৷ সাপটা জঙ্গলে চলে যায়৷
আরও পড়ুন: Salman Khan: জন্মদিনের আগে সলমন খানকে সাপের কামড়