মুম্বই : নতুন থ্রিলার সিরিজে সুনীল শেট্টি(Sunil Shetty)।ওটিটিতে আসছে মিনি সিরিজ হান্টার(Hunter)।সদ্যই মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার।হান্টার-এ একজন পুলিশ অফিসারের চরিত্রে নজর কাড়বেন সুনীল শেট্টি।পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে এশা দেওল,রাহুল দেব,স্মিতা জয়কার,বরখা বিস্ট(Rahul Dev,Smita Jaykar,Barkha Bisht) ছাড়াও বলিউডের একঝাঁক অভিনেতা।সিরিজের পরিচালক প্রিন্স ধীমান ও অলোক বাত্রা(Prince Dhiman & Alok Batra)।টানটান সাসপেন্স ও অ্যাকশনে ভরপুর এই মিনি সিরিজ যে দুর্দান্ত হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।২২মার্চ থেকে ওটিটিতে বিনামূল্যেই দেখা যাবে হান্টার।
গতবছর ক্রাইম থ্রিলার সিরিজ ধারাভি ব্যাঙ্ক সিরিজে অভিনয় করে ওটিটির দুনিয়ায় পা রাখেন সুনীল শেট্টি। আরও একবার ওটিটিতে হাজির নাইনটিজের বলিউডের রাফ অ্যান্ড টাফ হিরো।তাও আবার মিনি সিরিজে। ধারাভি ব্যাঙ্ক-এ একজন মাফিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন সুনীল শেট্টি।তবে অভিনেতার নতুন মিনি সিরিজ হান্টার-এ তিনি একজন এসিপি বিক্রম। পুলিশের চাকরির পাশাপাশি যিনি ফ্রিল্যান্সে নানা কেস হাতে নেন।বলাই বাহুল্য সেগুলো পুলিশের আর পাঁচটা কেসের চেয়ে একদম আলাদা।দুই অপরাধীকে খুঁজে দেওয়ার বরাত পান এসিপি বিক্রম।কিন্তু এরই মাঝে খুন হয়ে যায় এক অপরাধী।এবং সেই হত্যার অস্ত্রে আঙুলের ছাপ রয়েছে এসিপি বিক্রমের।তাঁর খোঁজে নামে গোটা পুলিশ ফোর্স যার নেতৃত্বে রয়েছেন ইন্সপেক্টর হুডা।দুই পুলিশ অফিসারের চুহা বিল্লি কা খেল এবার কোন দিকে যায় সেটা জানার জন্য দেখতেই হবে হান্টার।২২মার্চ ওটিটিতে আসছে সুনীল শেট্টির এই মিনি ওয়েব সিরিজ।