মু্ম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর মাদক কাণ্ডে এনসিবি হেফাজতে আছেন আরিয়ান খান। আরিয়ানের এমন কঠিন সময়ে বলিউডের তারকাদের অনেকেই কিন্তু তাঁর পাশে থাকছেন। সলমন খান -সুনীল শেট্টির পর এবার আরিয়ান পাশে থাকার আশ্বাস দিলেন হৃতিক রোশন। সোশ্যাল সাইটে লম্বা পোস্টে আরিয়ানের পাশে থাকার বার্তা দিলেন ডুগ্গু।
সোশ্যাল সাইটে রীতিমতো ইমোশনাল পোস্ট করেছেন হৃতিক। তাঁর পোস্ট দেখে বোঝাই যাচ্ছে আরিয়ানের এনসিবি-র হেফাজতে থাকা নিয়ে বেশ ইমোশনাল হয়ে পড়েছেন হৃতিক। তাঁর পোস্টে ওঠে এসেছে জীবন দর্শন। জীবনে ভুলভ্রান্তি, লড়াই, সাফল্যের পাশাপাশি বহু খারাপ দিকও থাকে। তাঁর মতে, চলার পথে কী থাকবে আর থাকবে না সেটা বোঝা জরুরি।জীবনের অভিজ্ঞতাই বলে দেবে কোনটা রাখা দরকার আর কোনটা বর্জনীয়।
হৃতিক লিখেছেন আলোর অপেক্ষাতে থাকার নামই জীবন। কঠিন সময় কাটিয়ে আলোর খোঁজ পাওয়া যাবেই- এভাবেই সোশ্যাল সাইট পোস্টে আরিয়ানের পাশে দাঁড়িয়েছেন হৃতিক।
ইতিমধ্যেই আরিয়ানের গ্রেফতারির ঘটনায় শাহরুখ-গৌরির প্রতি সহমর্মিতা জানিয়েছেন সলমন খান ও সুনীল শেট্টি ,শাহরুখ-গৌরি-র পাশেই আছেন,এমনটা স্পষ্ট করেছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান এবং সংগীতশিল্পী মিকা সিংও।