সারা দেশ গতকাল সন্ধ্যায় একটাই প্রার্থনা করেছিল ভারত যেন চন্দ্রযান অভিযানে সফল হয়! চন্দ্রযান ৩ ল্যান্ডার ‘বিক্রম’ যেন ঠিকঠাক চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর চরম সাফল্যে সকলেই খুশি। রাশিয়া, আমেরিকা ,চীনের পর ভারত চতুর্থ দেশ যারা চাঁদের মাটিতে অবতরণ করল। গোটা বিশ্ব সাক্ষী রইল ভারতের এই ঐতিহাসিক মুহূর্তের।
এই সাফল্যে স্বভাবতই খুশি বিনোদন জগতের তারকারাও।বলিতারকা অক্ষয় কুমার লিখেছেন,”আজ কোটি কোটি মানুষ মন থেকে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। এই ইতিহাসের সাক্ষী থাকতে পেরে গর্বিত।” গোটা পরিবার নিয়ে চন্দ্রযান টিনের সাফল্যের সাক্ষী থাকতে টিভির সামনে বসে ছিলেন অনুপম খের। টুইটে প্রবীণ অভিনেতার উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। নিজস্ব কায়দায় বলিউড বাদশা লিখেছেন, “গোটা দুনিয়ায় ভারত আর ঈশ্বর জয়জয়কার। যে সমস্ত বিজ্ঞানীরা আজ ভারতকে গর্বিত করলেন তাঁদের শুভেচ্ছা”।
পিছিয়ে ছিলেন না টলিউডের তারকারাও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জিৎ,শ্রাবন্তী,স্বস্তিকা,জিতু সকলেই শুভেচ্ছা জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীদের।
‘ফাইটার’ ছবির শুটিং নিয়ে বেশ কিছুদিন ধরেই ব্যস্ত বলিউড তারকা হৃতিক রোশন। কিন্তু এই ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করতে শুটিংয়ের কাজ সরিয়ে রেখে গোটা টিম নিয়ে ল্যাপটপের সামনে বসে পড়েছিলেন ‘বলিউডের গ্রিক গড’। শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে টিম ফাইটার কিভাবে মগ্ন হয় চন্দ্রযান ৩ এর ল্যান্ডিং দেখছেন। ল্যান্ডার চাঁদের মাটি ছোঁয়া মাত্রই আনন্দে হাততালি দিয়ে ওঠেন অভিনেতা হৃতিক। আনন্দে চিৎকার করে ওঠে ‘ফাইটার’ টিম।আগামী বছরের জানুয়ারি মাসে মুক্তি পাবে ফাইটার। ছবিতে হৃতিকের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।