ওয়েব ডেস্ক: সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউস্টনে(Houston,US) এক অনুষ্ঠানের যোগ দিতে গিয়েছিলেন বলিউডের হার্টথ্রব অভিনেতা হৃতিক রোশন(Heartthrob Bollywood actor Hrittik Roshan)। এই শো ঘিরে চরম অরাজকতা। আয়োজকদের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ উঠেছে। শিশুরা হৃতিকের সঙ্গে পারফর্ম করতে মঞ্চে উঠলে তাদেরকে নাকি ধাক্কা মেরে নামিয়ে দেওয়া হয়।
অন্যদিকে করাচির রেভ পার্টিতে করিনা কাপুরকে নিয়ে নিয়ে কুরচিকর এআই ভিডিও প্রদর্শন ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক। পাকিস্তানের এই কুকীর্তিকে সামনে এনে ভারত সুর চরিয়েছে।
সম্প্রতি রামনবমী উপলক্ষে প্রবাসী ভারতীয়রা হৃতিক রোশনকে নিয়ে হিউস্টনে ওই ‘রঙ্গোৎসব’ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। কিন্তু হৃতিকের এই অনুষ্ঠান নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও দেখা গেছে সেখানে দেখা যাচ্ছে যে যার ব্যক্তি হচ্ছে গোমাংসের সিঙ্গারা আর মদ। এবং তা ঝড়ের গতিতে ভাইরাল রয়েছে। খুব স্বাভাবিক কারণেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে শোরগোল শুরু হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এ যখন রামভজন হচ্ছে তখন দেখা যাচ্ছে রঙ্গোদসবে মদ-গোমাংসের মচ্ছব। রামনবমীর মোড়কে এই উদযাপন দেখে আমজনতা ক্ষোভে ফেটে পড়েছেন। বিবেক বনসল নামের এক ব্যক্তি এইসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন। তিনি আরো জানিয়েছেন ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের ইভেন্ট ম্যানেজার রেহান সিদ্দিকী। যাকে ২০২০ সাল থেকে ভারত সরকার নিষিদ্ধ করেছে। কাজেই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ভারতবিদ্বেষী এই ব্যক্তির সঙ্গে কারা বলিউড হিরো হৃতিক রোশনের জনসংযোগ ঘটিয়েছে!
আরও পড়ুন:কথাকলির পোশাকে এই অভিনেতাকে চিনতে পারছেন?
শুধু হৃতিক রোশন নয়, করাচির রেভ পার্টিতে করিনাকে(Kareena in Karachi rave party) নিয়ে যে সমস্ত ভিডিও প্রদর্শন হয়েছে তা নিয়েও তৈরি হয়েছে একই ধরনের বিতর্ক। ভারত-পাকিস্তান দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে শিল্পীদের আদান-প্রদান বন্ধ। আর ঠিক সেই সময় পাক রাজধানী করাচির এক নিশিঠেকে পর্দায় বেবোর অশ্লীল উপস্থিতি অনেককেই অবাক করেছে। এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে পাক ডিজে হামজা হ্যারিস এই কান্ড ঘটিয়েছেন। বলিউডের প্রথম শাড়ির নায়িকা করিনার কুৎসিত ভিডিও দেখে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে ভারতীয় নেটিজেনদের। ভিডিওর শুরুতেই স্ক্রিনে ভেসে উঠে একটি লেখা, ‘তুমি পাকিস্তানের করাচির রেভ পার্টিতে আছো এবং করিনা কাপুর তোমার সামনে নাচছেন’। যা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে নেট দুনিয়ায়। এই ভিডিও নিয়ে যতই কটাক্ষ এবং প্রতিবাদ হোক না কেন তা এখনো সরানো হয়নি। যদিও এ বিষয়ে বলিউড অভিনেত্রী নিজে কোন প্রতিক্রিয়া দেননি।
প্রসঙ্গত, ‘উরি’ হামলার পর থেকে পাকিস্তানের শিল্পীরা ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছিল। লক্ষ্য করা গেছে তারপর থেকে পাকনাগরিকরা বিভিন্নভাবে বলিউডের খান-কাপুরদের কালিমালিপ্ত করার চেষ্টা করে চলেছেন।সাম্প্রতিক এই ঘটনা সেই সুরই বজায় রেখেছে।