ওয়েব ডেস্ক: ‘ওয়ার ২'(War 2) ছবি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। অয়ন মুখার্জি(Ayan Mukerji)পরিচালিত এই ছবিতে আবার দেখা যাবে হৃতিক রোশনকে(Hrittik Roshan) ‘কবির'(Kabir) চরিত্রে। অন্যদিকে দক্ষিণী জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর(Jr. NTR)-এর এটি হবে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের(Yashraj Film’s Spy Universe)) প্রথম কাজ। ছবিটি হিন্দি,তেলেগু ও তামিল(Hindi,Telegu and Tamil) ভাষায় মুক্তি পাবে এ বছর ১৪ আগস্ট।
আরও পড়ুন:কান-এর লাল গালিচায় অভিনেত্রীর বক্ষ বিভাজিকায় দুলছে নরেন্দ্র মোদির ছবি! কে সে!
বহু প্রতীক্ষিত এই অ্যাকশন থ্রিলার(Action Thriller) ছবিতে হৃতিক এবং জুনিয়ার এনটিআর-কে কত পারিশ্রমিক(Remuneation) পাচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে জোড় চর্চা। বহু প্রতীক্ষিত এই অ্যাকশন থ্রিলারে একই ফ্রেমে দেখা যাবে হৃতিক এবং জুনিয়র এন টি আরকে। এই দুই অভিনেতার যুগলবন্দী যেন ‘ওয়ার ২’ ছবির অন্যতম আকর্ষণ। ‘ওয়ার’ ছবির সাফল্যের পর থেকেই দর্শকদের মধ্যে ছবির সিক্যুয়াল নিয়ে যথেষ্ট উত্তেজনা লক্ষ্য করা গিয়েছিল। খুব স্বাভাবিক কারণে দুই নায়কের পারিশ্রমিকের বহরে বেড়ে যাবে ছবির বাজেট। তাহলে দুজনের কে কত পারিশ্রমিক পাচ্ছে তা নিয়ে যথেষ্ট চর্চা যে শুরু হয়েছে সে কথা বলাই বাহুল্য। চলচ্চিত্র মহলের খবর অনুযায়ী নাকি হৃতিক এই চরিত্রের জন্য পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৮০ কোটি টাকা।
যেখানে জুনিয়র এনটিআর পাচ্ছেন আনুমানিক ৬০ কোটি টাকা। প্রসঙ্গত ওয়ার্ড ছবির জন্য হৃতিক এর আগে যথেষ্ট মোটা টাকাই পারিশ্রমিক নিয়েছিলেন। জুনিয়ার এন্টিয়ার আবশ্যক স্পাই ইউনিভার্সে-এ নতুন মুখ। টিজার মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবি যেমন শিরোনামে উঠে এসেছে তেমনই শুরু হয়েছে চর্চা। টিজারে কিয়ারা আদবানির হট লুক ইতি মধ্যেই ভাইরাল শুধু নয় এই ছবি নিয়ে উত্তেজনা দ্বিগুণ করে দিয়েছে। ‘ওয়ার’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে অয়ন মুখার্জি পরিচালিত হৃতিক-জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ বক্স অফিসে কতটা সাড়া তুলবে তা দেখার জন্য!