ইতিহাসের পাতা থেকে উঠে আসা গল্প এবার ওয়েব সিরিজে।আসছে নতুন হিস্টোরিক্যাল ওয়েব সিরিজ ‘দ্য এম্পায়ার’।মুক্তি পেল সিরিজের ঝাঁ চকচকে ট্রেলার।অ্যালেক্স রাদারফোর্ডের ‘এম্পায়ার অফ দ্য মুঘল’ বই থেকে অনুপ্রাণিত হয়েই সিরিজটি তৈরি করেছেন পরিচালক তথা প্রযোজক নিখিল আডবানী।
আরও পড়ুন – হাত বাড়ালেন সলমন
দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর কি ভাবে ভারত জয় করলেন এবং হয়ে উঠলেন মুঘল সম্রাট।সেই কাহিনি নিয়েই তৈরি হয়েছে সিরিজের গল্প।‘দ্য এম্পায়ার’-এ সম্রাট বাবরের ভূমিকায় অভিনয় করেছেন কুণাল কাপুর। পাশাপাশি সিরিজে দেখা যাবে শাবানা আজমি,ডিনো মোরিয়ে,দৃষ্টি ধামি,রাহুল দেব সহ আরও অনেককে।
আরও পড়ুন – অসুস্থ নুসরত ভারুচা
ভারত এবং উজবেকিস্তানে হয়েছে সিরিজের শ্যুটিং।আগামী ২৭ অগস্ট থেকে ওয়েবে শুরু হতে চলেছে ‘দ্য এম্পায়ার’-এর ওটিটি স্ট্রিমিং।
আরও পড়ুন – আপাতত জেলেই রাজ কুন্দ্রা