অভিনয় গুণের থেকেও বেশি স্পটলাইট এসে পড়েছে তার নিজের বোল্ড অবতারের জন্য। তিনি অবশ্যই বলিউডের একজন জনপ্রিয় নাম। সোশ্যাল মিডিয়ায় নিজের বিকিনি পরা হট ছবি পোস্ট করে এই বলি সুন্দরী ঝড় তুলে দিয়েছেন। নেটিজেনদের করে দিয়েছেন দিশেহারা। নানান প্রশংসায় ভরে উঠেছে তারা সুতারিয়া এই সমস্ত হট ছবির কমেন্ট বক্স। তবে সবথেকে নজর কেড়েছে সেই ছবি যাতে ‘আদর’ কমেন্ট করেছে। যা দেখে স্বয়ং তারা আপ্লুত। ভেজা চুল, সাদাকালো ছবি,পরনে বিকিনি, পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন লাস্যময়ী তারা। অভিনেত্রীর আনবাটন জিনস প্রায় বিপদসীমা পার করে দিয়েছে। এইসব ছবি দেখে অভিনেত্রীর প্রেমিক অভিনেতা আদর কমেন্ট করতে ভোলেন নি। প্রেমিকার এই ছবি আদরেরও ঘুম কেড়েছে সে কথা তিনি গোপন করেন নি। আগুনের পাশাপাশি হৃদয়ের ইমোজি এঁকেছেন তারার কমেন্ট বক্সে। তারিফ করেছেন জাহ্নবী কাপুর,কৃষ্ণ শ্রফও। অনুরাগীরা তো কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘মেরে টেরে ফেলবেন নাকি’? আর একজন লিখেছেন, ‘এতটা হট লাগাটা মনে হয় আইনত অপরাধ’। মজাদার মন্তব্যে হাসাহাসি শুরু হয়েছে নেট দুনিয়ায়।
প্রেমিক আদর জৈনর সঙ্গে তারা। প্রসঙ্গত, ২০১৯ সল্ থেকেই বলিপাড়ায় গুঞ্জন উঠেছিল তারা এবং আদরকে ঘিরে। এরপর গত বছরে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের ব্যাপারে ফাঁস করেন এই জুটি। তারপর থেকে পরস্পরের ছবিতে মিষ্টি কমেন্ট করার পাশাপাশি মালদ্বীপে প্রেমিকাকে সঙ্গে করে উড়ে গেছিলেন আদর। সেখানেই তারার জন্মদিন পালন করেছিলেন তিনি।
এইমুহূর্তে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবি খ্যাত এই অভিনেত্রীর হাতে রয়েছে ‘তড়প’,’হিরোপান্তি ২’ এক ভিলেন রিটার্নস’-এর মতো একগুচ্ছ ছবির কাজ। ‘তড়প’-এ তারার সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা রাখতে চলেছেন সুনীল শেট্টির পুত্র অহন শেট্টি। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ এর পর ফের একবার টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে এই বলি-সুন্দরীকে দেখা যাবে ‘হিরোপান্তি ২’-তে।