কলকাতা: হাসপাতালে (Hospital) ভর্তি অভিনেত্রী (Actress) জেরিন খান (Zareen Khan)। জানা যাচ্ছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জেরিন খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, হাতে স্যালাইনের নল লাগানো। যদিও ছবিতে নিজের মুখ দেখাননি এই অভিনেত্রী। তবে ক্যাপশনে তিনি লিখেছেন— ‘জীবনের আপডেট।’
২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। এরপর ‘হেট স্টোরি-থ্রি’, ‘হাউজফুল ২’, ‘ওয়াজা তুম হো’, ‘বীরাপ্পান’, ‘আকসার ২’ এবং ‘১৯২১’-এর মতো চলচ্চিত্রগুলোতে দেখা তাঁকে দেখা গিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, ওপার বাংলার সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘দরদ’ সিনেমায় দেখা যেতে পারে বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রীকে। যেটি প্যান ইন্ডিয়া আকারে রিলিজ হবে। বাংলা ছাড়াও ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি দেওয়া হবে। সিনেমাটি পরিচালনা করবেন অনন্য মামুন।
আরও পড়ুন:Saif Ali Khan | Happy Birthday | জন্মদিনে সইফের ‘ভাইরা’ লুক