হানি সিং-এর বিরুদ্ধে শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগ এনে কোর্টে ভেঙে পড়লেন হানি সিং-এর স্ত্রী শালিনী তলওয়ার। শনিবার শালিনীর বক্তব্য শোনার পর আগমী ৩ সেপ্টেম্বরের মধ্যে হানি সিং-কে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানি চলাকালীন কোর্টে প্রায় ভেঙে পড়েন শালিনী। তাঁর বক্তব্য তিনি জীবনের দশটা বছর হানি সিং-এর জন্য খরচ করেছেন। যদিও হানির বিরুদ্ধে শারীরিক, মানসিক অত্যাচার, আর্থিক তছরুপ এবং চিটিং-এর অভিযোগ এনেছেন হানি সিং স্ত্রী। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের প্রশ্ন করেন শালিনী কোর্টের কাছ থেকেই ঠিক কি চান? উত্তরে শালিনী জানান, তাঁদের বিয়ের আর কিছু অবশিষ্ট নেই। হানি সিং-এর সঙ্গে তাঁর সমস্যার সমাধান চান তিনি।
আরও পড়ুন : আটক আরমান কোহলি
যদিও এর আগে কোর্টের কাছে শালিনী প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছিলেন হানি সিং। তিনি জানিয়েছেন, শালিনীর সঙ্গে সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য তিনি তৈরি। এমনকি শালিনীকে নিজের বাড়িতে থাকার জায়গা দিতেও কোনও সমস্যা নেই হানি সিং। দিন পনেরো সময় পেলে ফ্ল্যাটে পাঁচিল তুলে দিয়ে শালিনীর সঙ্গে বাস করতেও কোনও সমস্যা নেই বলেই জানিয়েছিলেন হানি সিং।
হানি মোট ৪ কোটি টাকার সম্পত্তির মালিক। তার মধ্যে একটি সম্পত্তি শালিনীর সঙ্গে যৌথ মালিকানার।
আরও পড়ুন : অভি- জনের দোস্তানায় বিরতি