২০০৫ সালে ‘চাঁদ শা রোশান চেহারা’ ছবি দিয়ে দক্ষিণী এই অভিনেত্রীর অভিষেক হয়েছিল। এরপর শ্রী ছবির মাধ্যমে একই বছরের দক্ষিণের সিনেমায় পা রাখেন এই অভিনেত্রী। অভিনয় জীবনের দীর্ঘ কেরিয়ারে তাঁর প্রায় একটি ছবি মুক্তি পেয়েছে। দীর্ঘ এই তালিকায় রয়েছে ‘বাহুবলি’,’কেজিএফ’ এর মত ছবি।
আরও পড়ুন: কোন অভিনেত্রীকে কোর্টে দেখে নিতে চান সোনাক্ষী!
‘বাহুবলি’তে অভন্তিকার চরিত্রে দক্ষিণী এই অভিনেত্রী তামান্না ভাটিয়ার জনপ্রিয়তা আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পরিচালক মেহের রমেশের নতুন ছবি ভোলা শংকর এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তামান্নাকে। এই ছবির জন্য তামান্না তার কেরিয়ারের সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন।
তামান্না ভাটিয়া,চিরঞ্জীবী
দক্ষিণের বিনোদনমূলক সংবাদপত্রের সূত্র অনুযায়ী তামান্নার অভিনয় দেখে দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবী নাকি মুগ্ধ। তিনি নাকি এই ছবির কেন্দ্রীয় চরিত্রে তামান্নাকে নেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গত,তামিল ভাষার ‘ভেদেলাম’ ছবির রিমেক ‘ভোলা শংকর’। ভেদেলাম ছবিতে অভিনয় করেছিলেন অজিত কুমার ও শ্রুতি হাসান। এবার এই দুজনের জায়গায় অভিনয় করবেন চিরঞ্জীবী-তামান্না। এ মাসের মাঝামাঝি শুরু হবে ছবির শুটিং। এছাড়াও চিরঞ্জীবীর হাতে রয়েছে ‘গডফাদার’ ছবি। অন্যদিকে তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘মায়েস্ত্রো’। তামান্না ছাড়াও এ ছবিতে রয়েছে টলিউডের যীশু সেনগুপ্ত,নরেশ,নীতিন প্রমূখ।