মুম্বই : পাঠান(Pathaan)-এর দারুণ সাফল্যের পর স্পাই ইউনিভার্সের(YRF Spy Universe) একঝাঁক নতুন ছবি নিয়ে পরিকল্পনা করছেন প্রযোজক আদিত্য চোপড়া(Aditya Chopra)।দিওয়ালিতে মুক্তি পাবে সলমন-ক্যাটরিনার(Salman-Katrina) টাইগার ৩(Tiger 3)।তারপরই ফ্লোরে আসবে যশ রাজ ফিল্মসের(Yash Raj Films) একের পর এক স্পাই থ্রিলার ফিল্ম(Spy Thriller Film)।পাইপলাইনে রয়েছে ওয়ার ২(War 2),পাঠান ভার্সেস টাইগার(Pathaan Vs Tiger)।কয়েক মাস আগেই জানা গিয়েছে,শাহরুখ-সলমন-হৃতিকদের সঙ্গে আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সে যোগ দিতে চলেছেন আলিয়া ভাট(Alia Bhatt) ও শর্বরী ওয়াহ(Sharvari Wagh)।জোর জল্পনা শোনা যাচ্ছে,একটি ফিমেল লিড দু্র্দান্ত স্পাই থ্রিলার ফিল্ম তৈরি করতে চলেছেন আদিত্য চোপড়া।আর সেই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট।সঙ্গে দেখা যাবে শর্বরী ওয়াহকেও।ছবিতে দুই অভিনেত্রীকেই ধুন্ধুমার অ্যাকশন করতে দেখা যাবে বলেই যশ রাজ ফিল্মস সুত্রে খবর।২০২৪সালের মে মাসে শুরু হবে ছবির শ্যুটিং।তিন মাস আগেই অ্যাকশন সিক্যুয়েন্সের জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দেবেন দুই নায়িকা।
যশ রাজ ফিল্মস স্পাই ইউনিভার্সের ব্যানারে একঝাঁক নতুন ছবি আসতে চলেছে বড়পর্দায়।নভেম্বরে দিওয়ালিতে মুক্তি পাবে টাইগার ৩।তারপরই ফ্লোরে আসবে ওয়ার ২।অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় যে ছবিতে অভিনয় করতে চলেছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর।আগামী বছরের শুরুর দিকেই ফ্লোরে আসবে পাঠান ভার্সেস টাইগার।পাঠান ছবিতে পাঠানরূপী টাইগারকে শত্রুপক্ষের হাত থেকে মুক্ত করে প্রাণে বাঁচিয়েছিলেন জাসুস টাইগার সলমন খান।শোনা যাচ্ছে,টাইগার ৩-তেও ক্যামিও রোলে দেখা যাবে শাহরুখকে।টাইগারকে পাকিস্তানের জেল ভেঙে রক্ষা করবে পাঠান।এমনই সিক্যুয়েন্স ছবির জন্য তৈরি করেছেন পরিচালক মণীশ শাহ।কিন্তু পাঠান ভার্সেস টাইগার ছবিতে দুই প্রবল প্রতিপক্ষ হতে চলেছেন দুই ইন্ডিয়ান জাসুস।ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন সিদ্ধার্থ আনন্দ।পাশাপাশি আসতে চলেছে ফিমেল লিড স্পাই থ্রিলার ফিল্ম।যে ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে আলিয়া ভাট ও বান্টি অউর বাবলি ২-র নায়িকা শর্বরী ওয়াহকে।দীপিকা বা ক্যাটরিনা কাইফের মতো সেকেন্ড লিড নয়,ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে দুই নায়িকাকে।আগামী বছর মে মাসে ছবির শ্যুটিং শুরু করে দেবেন আলিয়া ও শর্বরী।তিন মাস আগেই অ্যাকশন সিক্যুয়েন্সের জন্য প্রস্তুতিও শুরু করবেন তাঁরা।স্পাই ইউনিভার্সের নতুন ছবি নিয়ে কি আপডেট আসে এখন সেটাই দেখার।