শাহরুখ-দীপিকার বেশরম রং নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না তবে এ সবের মধ্যেই শাহরুখ-দীপিকার সিজলিং কেমিস্ট্রি নিয়ে মেতে উঠেছেন বলিউড প্রেমীরা। তাঁর এই কেমিস্ট্রিকেও ছাড়িয়ে গেছে খোলামেলা পোশাকে দীপিকার ‘সেক্সি অবতার’। শাহরুখ-দীপিকার ওম শান্তি ওমের তুমকো পায়া হু কে খোয়া হু থেকে শুরু করে লভ মেরা হিট হিট কিংবা লুঙ্গি ডান্স প্রত্যেকটি গান যেভাবে মাতিয়ে তুলতে পেরেছিল দর্শকদের সেখানে পাঠানের বেশরম রং যেন অনেকটাই ফিকে। তবে শাহরুখ আর দীপিকার শরীরী আবেদনই যেন কথা বলছে এই গানে! তবে শাহরুখের থেকেও বেশরম রংয়ে বার বার নজর কেড়েছেন বিকিনি ও মনোকিনিতে দীপিকার মার কাটারি ডান্স মুভস। লাস্যময়ী দীপিকার মায়াবী চোখের চাহনি থেকে চোখ সরিয়ে নেয় সাধ্যি কার! অল্পেতে যদি আস না মেটে তাহলে দীপিকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উঁকি মেরে দেখে নিন বলিউড সুন্দরীর অনবদ্য রূপের নানা রংয়ের ছবি-
হট পিঙ্ক গাউনে দীপিকা
View this post on Instagram
বেশরম রংয়ের মতো উনমুক্ত আবেদন নেই ঠিকই দীপিকার এই পরিধানে তবে আছে এক অন্যরকম আবেদন। যেন আসতে আসতে পাপড়ি মেলে ফুটে উঠছে গোলাপ।
ব্ল্যাক গাউন
View this post on Instagram
কালো পোশাক এমনিতেই দুর্দান্ত একটা ফ্যাশন স্টেটমেন্ট! তার ওপর অফ শোল্ডার এই কালো গাউনটি যখন পরেছেন দীপিকা তখন কয়েক মিনিটে চোখ ভরে না দেখলে সাধ কী আরে মেটে। গাউনের সঙ্গে হোয়াইট পার্লের নেকলেসের শোভা বাড়িয়েছে সবুজ পাথরের পেনডেন্ট। দুর্দান্ত এই টিমআপে দীপিকা চেহারায় ফুটিয়ে তুলেছে এক রাজকীয় ভাব।
অরেঞ্জ লেদার ড্রেস
View this post on Instagram
গেহরাইয়াঁর প্রমোশনে দীপিকার এই অরেঞ্জ ড্রেস যেন একবারে মাথা ঘুরিয়ে দিয়েছিল তাঁর ভক্তদের। সঙ্গে ডার্ক শেড লিপস্টিক আর পায়ে লাল রংয়ের হাই হিলস। তিনি তথাকথিত ফ্যাশানিস্তা নন তবে তাঁর স্টেটমেন্ট যে আর পাঁচজনের থেকে আলাদা এক লহমায় বুঝিয়েছিলেন অভিনেত্রী।
হোয়াইট চিকন লেহেঙ্গা
শুধু যে ওয়েস্টার্ন আউটফিটেই তাঁর আবেদন ফুটে ওঠে তা কিন্তু নয়। ট্র্যাডিশনাল আউটফিটেও কীভাবে নিজেকে আকর্ষণীয় করে তুলতে হয় তা ভালই জানেন অভিনেত্রী।
View this post on Instagram