কলকাতা: ইংলিশ সংবাদমাধ্যম এবং সাংবাদিকরা ঔদ্ধত্য, উন্নাসিকতা এবং অযৌক্তিক মন্তব্য করায় ‘বিখ্যাত’। নতুন প্রজন্মের যাঁরা প্রতিনিধি, তাঁরা কিছুটা শুধরেছেন। কিন্তু কিছু পুরনো লোক আছেন যাঁরা ট্রেডমার্ক ইংলিশ ‘স্নবারি’ ধরে রেখেছেন। যেমন ৮৪ বছর বয়সি হেনরি ব্লোফেল্ড (Henry Blofeld)। এককালে বিবিসির (BBC) হয়ে ক্রীড়া সাংবাদিকতা করেছেন। তিনি হঠাৎ অস্ট্রেলিয়ার (Australia) বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত।
যে অস্ট্রেলিয়ানরা ছুতোনাতায় ইংলিশদের অপদস্থ করে, মুক্তকচ্ছ হয়ে তাদেরই প্রশংসায় পঞ্চমুখ এই বৃদ্ধ ইংরেজ। তাতে আমাদের, মানে ভারতীয়দের কিছু যায় আসত না। কিন্তু একই সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে ফালতু মন্তব্য করে ফেললেন ব্লোফেল্ড। সমস্যা সেখানেই। অবশ্য তার কড়া জবাব ভারতীয় ধারাভাষ্যকার তথা সঞ্চালক হর্ষ ভোগলে (Harsha Bhogle) দিয়েছেন।
আরও পড়ুন: দেশের হয়ে আর টি২০ খেলবেন না রোহিত শর্মা!
ব্লোফেল্ড কী বলেছিলেন?
I couldn’t be more thrilled that the Aussies won the World Cup. Talk about going into the lions’ den and coming out first. Well done all of them. it won’t do India any harm. They’re getting a bit too big for their boots!
— Henry Blofeld (@blowersh) November 19, 2023
টুইটারে (যার নাম এখন এক্স) ইংরেজ সাংবাদিক লেখেন, “অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে, আমি এর থেকে বেশি রোমাঞ্চিত হতে পারতাম না। বলা হয় সিংহের গুহায় ঢুকে জিতে ফিরে আসা, সেটাই হয়েছে। সবাই দারুণ খেলেছ। এতে ভারতের ক্ষতি হবে না। ভারত যতটা দেখায় ততটাও ভালো নয়।” শেষ বাক্যটা নিয়েই সমস্যা। ভারত ফাইনালে হারলেও বিশ্বকাপের সেরা দল। সেটা পারফরম্যান্স, পরিসংখ্যান বলে দিচ্ছে। স্রেফ একটা খারাপ দিন সবকিছু নষ্ট করেছে। কিন্তু ব্লোফেল্ডের এই মন্তব্য একেবারেই অর্বাচীনের মতো শোনাচ্ছে।
When I first started going to England, this was the mindset I had to deal with. Superior. Condescending. Looking down at us. In the welcome change that has come about, the next generation is more aware, less snobbish and just easier to be with. It has allowed them to stay… https://t.co/DR8262CVXz
— Harsha Bhogle (@bhogleharsha) November 21, 2023
কড়া জবাব দিয়েছেন ভোগলে। ব্লোফেল্ডের টুইটের উত্তরেই তিনি লেখেন, “আমি যখন প্রথম প্রথম ইংল্যান্ড যাওয়া শুরু করেছিলাম, এই মানসিকতাই সহ্য করতে হয়েছিল। উচ্চস্থানীয়, যেন কৃপা করছে, আমাদের নিচু করে দেখছে। তবে ভালো পরিবর্তন হয়েছে এটাই যে পরবর্তী বেশি সচেতন, কম উন্নাসিক, আর ওদের সঙ্গে থাকা যায়। এই ব্যাপারটাই ওদের প্রাসঙ্গিক থাকতে এবং এগিয়ে চলতে দিয়েছে।”