মুম্বই : মীনা কুমারীর(Meena Kumari) বায়োপিকের(Biopic) প্রস্তুতি শুরু করে দিলেন অভিনেত্রী কৃতি স্যানন।কিছুদিন আগেই জানা গিয়েছে বলিউডের ট্র্যাজেডি কুইন(Tragedy Queen Of Bollywood) মীনা কুমারীর বায়োপিকে অভিনয় করবেন মিমি(Mimi) ছবির নায়িকা।যে ছবির হাত ধরে পরিচালনায় পা রাখছেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা(Fashion Desginer Manish Malhotra)।বলিপাড়া সূত্রে খবর,ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে শ্যুটিং শুরুর তোড়জোড়।যে কারণে নাকি পর্দার মীনা কুমারী হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন কৃতি স্যানন।মীনা কুমারীর পুরনো ইন্টারভিউ(Interview) দেখে তাঁর মতো ম্যানারিজম রপ্ত করছেন অভিনেত্রী।নিয়মিত কিংবদন্তী অভিনেত্রীর ছবিও দেখছেন কৃতি স্যানন।মীনা কুমারীর রিল ও রিয়েল লাইফের পাশাপাশি এই বায়োপিকে উঠে আসবে পঞ্চাশ থেকে সত্তরের দশকের বলিউডের বহু অজানা গল্প।অক্টোবরের প্রথম সপ্তাহেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা।
বহুদিন ধরেই বলিউডে শোনা যাচ্ছে, অকাল প্রয়াত বলিউড অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিক নিয়ে জল্পনা।ছবিতে মীনা কুমারীর চরিত্রে কে অভিনয় করবেন সেই নিয়েও গুঞ্জন কিছু কম ছিল না।গতবছরই জানা গিয়েছে রূপোলী পর্দার মীনা কুমারী সাজতে চলেছেন অভিনেত্রী কৃতি স্যানন।এই মুহুর্তে বলিউডের অন্যতম বলিষ্ঠ অভিনেত্রী হিসেবে কৃতির যথেষ্ঠ সুনাম রয়েছে।মীনা কুমারীর চরিত্রে অভিনয় করবেন সেই আনন্দে মশগুল অভিনেত্রী।যদিও একটু হলেও টেনশনে রয়েছেন তিনি।কারণ,এই প্রথমবার কারোর বায়োপিকে অভিনয় করছেন তিনি।তাও আবার মীনা কুমারীর মতো একজন কিংবদন্তী নায়িকার বায়োপিক।তাই ছবির প্রস্তুতি পর্বে কোনও কসুর রাখছেন না কৃতি স্যানন।নিয়ম করে একের পর এক মীনা কুমারীর ছবি দেখে তাঁর অভিনয় ও ম্যানারিজম আয়ত্ত করার আপ্রাণ চেষ্টা করছেন নায়িকা।মীনা কুমারীর পুরনো ইন্টারভিউও দেখছেন কৃতি।শোনা যাচ্ছে,বায়োপিকটি পরিচালনার দায়িত্ব সামলাবেন মণীশ মালহোত্রা।ফ্যাশন ডিজাইনার হিসেবে বিশ্বজোড়া পরিচিতি পাওয়ার পর এবার তিনি প্রথমবার পরিচালকের চেয়ারে বসতে চলেছেন।ছবির প্রযোজনার দায়িত্বে থাকবেন ভূষণ কুমার।শোনা যাচ্ছে,অক্টোবরে ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে।তার আগে পুরোদমে চলছে শ্যুটিংয়ের প্রস্তুতি পর্ব।