মুম্বই: হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যোগ দেওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। টানা সাত বছর মুম্বইয়ের হয়ে খেলে ২০২২ সালে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সে (Gujarat Titans) যোগ দেন। গুজরাতের অধিনায়ক হিসেবে প্রথম মরশুমে ট্রফি জেতেন তিনি। পরের বছর অর্থাৎ ২০২৩-এ রানার্স। এত সফল অধিনায়ককে হয়তো ছেড়ে দিতে পারে তাঁর ফ্র্যাঞ্চাইজি। সেটা হলে প্রথমবার কোনও আইপিএল জয়ী অধিনায়ক দলবদল করবেন।
মুম্বইয়ের হয়ে ৯২ ম্যাচ খেলে ১৪৭৬ রান করেছিলেন হার্দিক। গড় ২৭.৩৩ এবং স্ট্রাইক রেট ১৫৩.৯১। বল হাতে তুলে নিয়েছিলেন ৪২টি উইকেট। গুজরাতের হয়ে ৩০ ইনিংসে ৮৩৩ রান করেন হার্দিক, গড় ৪১.৬৫ এবং স্ট্রাইক রেট ১৩৩.৪৯। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে তাঁর ঝুলিতে আছে ১১টি উইকেট।
আরও পড়ুন: চাপ কমাতে আইপিএল থেকে সরে দাঁড়ালেন বেন স্টোকস
– De Kock in 2019.
– Boult in 2020.
– Hardik in 2023. [Espn Cricinfo]Mumbai Indians getting more stronger through trade window. ? pic.twitter.com/CxltnnYQk2
— Johns. (@CricCrazyJohns) November 25, 2023
হার্দিককে কিনতে হলে মুম্বইকে ১৫ কোটি টাকা খরচ করতে হবে। ডিসেম্বরে দুবাইয়ে রয়েছে মিনি-নিলাম। তবে মুম্বইয়ের ব্যাগে রয়েছে ০.০৫ কোটি টাক। নিলামের সময় সব দলের সঙ্গে তারাও পাঁচ কোটি করে পাবে। তাতেও কম পড়বে ১০ কোটি টাকা। তার মানে বেশ কিছু খেলোয়াড়কে ছাড়তে পারে নীতা আম্বানির দল।
ছেড়ে দেওয়ার দুই বছরের মধ্যেই কেন হার্দিককে ফিরে পেতে চাইছে মুম্বই? একটা কারণ অবশ্যই অধিনায়কত্ব। মুম্বইকে পাঁচবার আইপিএল (IPL) চ্যাম্পিয়ন করা রোহিত শর্মা (Rohit Sharma) অবসরের কাছে চলে এসেছেন। ২০২৪ আইপিএলটা হয়তো খেলবেন, কিন্তু তার পরের মরশুমে খেলবেন কি না তা নিয়ে ঘোরতর সন্দেহ আছে। খুব সম্ভব, পরবর্তী অধিনায়ক হিসেবে হার্দিককে তৈরি রাখতে চাইছে মুম্বই।