৯২ -এ পা দিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।মহামারীর কালে এবার দ্বিতীয় জন্মদিন।গত বছরের মতো এ বছরও জন্মদিনটা কোনও রকম উদযাপন ছাড়াই কাটালেন তিনি ।
জন্মদিন প্রসঙ্গে কথা বলতে গিয়ে লতাজি জানান, নিজের কাছের মানুষদের সঙ্গে রয়েছেন তিনি, তাঁর পরিবারের সকলে এখনও সুস্থ আছেন। এটাই বড় পাওনা। সারা বিশ্বে এমন অনেক মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন স্বজনছাড়া। এক বছর কেটে গেছে হয়তো কোনও মা তাঁর সন্তানকে দেখেননি, কোনও সন্তান তাঁর মা- বাবাকে দেখতে পাননি, কোথাও আটকে আছেন তাঁরা। এমন একটা পরিস্থিতিতে মোমবাতি জ্বালিয়ে, কেক কেটে জন্মদিন উদযাপন করা যায় না বলেই মনে করেন ভারতের নাইটেঙ্গল।
আরও পড়ুন : হ্যাপি বার্থ ডে রকস্টার
গোটা বিশ্বের করোনা পরিস্থিতিতে রীতিমতো চিন্তিত লতাজি। আর তাই তাঁর বার্থ ডে উইশ জুড়েও রয়েছে করোনা মুক্তির কথা। ফেলে আসা এক- দেড় বছরে আমাদের জীবনযাপন একেবারে পাল্টে গেছে। করোনার কামড় হয়তো এখন আর প্রাণঘাতী নয় তবে অনেক প্রিয়জনই আমাদের ছেড়ে গেছেন। আর তাই জন্মদিনে লতার প্রার্থনা মহামারী এবার বিদায় নিক। স্বাস্থ আর কাছের মানুষদের আর যেন টেকেন ফর গ্রান্টেড করে না নেওয়া হয় বরং এই সময়টাতে কাছের জনের আরও বেশি যত্ন যেন নিতে শেখেন সকলে।
জন্মদিনের সেলিব্রেশনে লতাজির আগ্রহ না থাকলেও সকাল থেকেই সুর সম্রাজ্ঞীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। শুভেচ্ছাবার্তা পৌঁছেছে তাঁর কাছেও। মহামারীর কালে বোন, ভগ্নিপতি সহ কাছের সমস্ত মানুষ আর অসংখ্য ভক্তদের ভালবাসা- শুভ কামনাই তাঁর জন্মদিনের পাওনা বলে জানিয়েছেন লতা মঙ্গেশকর।
আরও পড়ুন : ‘যমরাজ’ অজয়