‘ডেট অফ বার্থ’ অনুসারে আজকেই আপনাদের প্রিয় ‘রানীমা’র জন্মদিন। তবে জন্মদিনের সেলিব্রেশন শুরু হয়েছে গতকাল রাত থেকে। জন্মদিনে কে তাকে সবার প্রথম উইশ করে এই প্রশ্ন করায় তিনি জবাব দিলেন, শুটিং থেকে ফেরার পর রাতেই বন্ধুরা বাড়িতে এসে উইশ্ করে। কিন্তু সকালে মা বাবাই সবার আগে শুভেচ্ছা জানিয়েছে। ডেট অব বার্থ অনুযায়ী ১১ই আগস্ট জন্মদিন তাই আজকে বাড়িতে সেলিব্রেট করা হবে। তবে যেহেতু গতকাল রাত থেকেই সেলিব্রেশন শুরু হয়েছে তাই বলা যায় মোট তিনদিন এই পর্ব চলবে।
প্রতি জন্মদিনে দিতিপ্রিয়ার মা পাঁচটা ভাজা দিয়ে দুপুরে তাকে খেতে দেয়। মোট দশ বারোটা বাটি করে বিভিন্ন পদ থাকলেও, মাংসটা বাদ রাখার চেষ্টা করা হয়। কিন্তু যেহেতু অভিনেত্রী মাংস ভালোবাসে তাই সেটাও কখনো কখনো দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য দিতিপ্রিয়া কিন্তু মাংসের মধ্যে ‘মাটন’ টাই বেশি পছন্দ করেন।
এবছর দিতিপ্রিয়া, ইউনিটের দুই সদস্যের কাছ থেকে একটি দারুন উপহার পেয়েছে। যা তিনি ইতিমধ্যেই ভেবে রেখেছিলেন নিজেই নিজেকে দেবেন। দিতিপ্রিয়া উপহার পেয়েছে একটি বিশাল ক্যানভাস। অবশ্য গত বছর দিতিপ্রিয়া নিজের জন্য উপহার হিসেবে বেছে নিয়েছিলেন তার দ্বিতীয় গাড়ি। কোন উপহার পেয়ে চমকে গিয়েছিলেন কিনা এই প্রশ্ন করায় তিনি জানালেন,
‘রানী রাসমণি’ করার সময় ‘রানীমা’ চরিত্রে দেখে এক অনুরাগী তাকে ‘শাঁখা’ উপহার দিয়েছিল। যা তিনি বেশ স্টাইলের সঙ্গেই পরেছিলেন।
আরও পড়ুন : এখনই জামিন নয় রাজের
পরিবারের থেকে তিনি তেমন কোনো উপহার চাননা। অবশ্য অন্যান্য বছর একটি ‘পোষ্য’ যদি কেউ তাকে উপহার দেয় মন্দ হয় না।তবে এবারে তিনি যা পেয়েছেন তাতেই খুশি।
আরও পড়ুন : ‘পাপা বিয়ার’ শাহরুখ
‘দিতিপ্রিয়া’ নাম রাখা নিয়ে একটা নিয়ে মজার একটা গল্প রয়েছে। ‘দিতিপ্রিয়া’ দুর্গার ১০৮ টি নামের মধ্যে একটি।প্রতিটি নামে প্রদীপ জ্বালানো হয়েছিল।স্থির হয়েছিল যে নামে দেওয়া প্রদীপ সবথেকে বেশিক্ষন জ্বলবে সেই নামটাই রাখা হবে। সারারাত ‘দিতিপ্রিয়া’ নামে করা প্রদীপটাই জ্বলেছিল।এই ভাবেই অভিনেত্রীর পিসি তার নাম রাখেন।
আরও একটি অদ্ভুত ব্যাপার, দিতিপ্রিয়ার জন্মদিনে তার বাড়িতে পায়েস রান্না হয় না, তাই পায়েস তিনি খান তার পরের দিন। তবে জন্মদিনের দিনে কেকটাই বেশি পছন্দের অভিনেত্রীর।