প্রাপ্ত বয়স্কদের ছবি তৈরি এবং তা বেআইনিভাবে স্ট্রিমিং-এর অপরাধে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। রাজ গ্রেফতার হওয়ার পর শিল্পাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মুম্বই পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদ ছাড়াও নীতি পুলিশের উস্কানিমূলক কথাবার্তাও চলছে শিল্পার বিরুদ্ধে। সেই প্রসঙ্গেই এবার শিল্পার পাশে দাঁড়ালেন পরিচালক হনসল মেহতা।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শিল্পার পাশে থাকার বার্তা দিলেন হনসল। তিনি স্পষ্টতই লিখেছেন, এমন একটা সময়ে শিল্পার পাশে থাকা দরকার। আর তা থাকতে না পারলে চুপ করে থাকাই শ্রেয়। আইনকে তার মতো করে কাজ করতে দেওয়াই উচিত বলে মত প্রকাশ করেছেন হনসল।
হনসলের মতে, এখন যে ভাবে শিল্পাকে আক্রমণ করা হচ্ছে, এটাই আসলে বলিউডি ট্রেন্ড। একদা সুখের সময়ে যারা একসঙ্গে পার্টি করছেন আজ শিল্পার অসময়ে তাঁরাই অভিযোগে ভরিয়ে দিচ্ছেন শিল্পাকে। অভিনেত্রীর বিরুদ্ধে কদর্য আক্রমন না করে বরং চুপ করে থাকাই ভাল বলে মত হনসলের। আইনকে আইনের পথে চলতে দেওয়া এবং আইনের রায়কে মেনে নেওয়াই উচিত বলে মনে করছেন হনসল মেহতা।
তাঁর মতে, বিশেষ করে সেলিব্রেটিরা কোনও ভাবে অভিযুক্ত হলে যেন সারা দেশের মানুষ তাঁদের বিরুদ্ধে নেমে পড়েন। শুরু হয় ব্যক্তিগত বিশ্লেষণ এমনকি চারিত্রিক টানাটানিও। কেউ কেউ তো আবার কয়েক কদম এগিয়ে রায়ও দিয়ে ফেলেন! সেলিব্রেটি কড়চাতেই ফুলেফেঁপে তৈরি হয় ক্রিসপি নিউজ্, মানুষ তা প্রাণভরে খায়ও! শিল্পার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। আর এখানেই আপত্তি হনসলের।
এমন পরিস্থিতিতে শিল্পকে গোপনীয়তা রক্ষার অধিকার এবং নূন্যতম সম্মানটুকু দেওয়া প্রয়োজন বলেই মনে করেন বর্ষিয়ান পরিচালক হনসল মেহতা।
রাজ কুন্দ্রার সমস্ত রকম ব্যাঙ্ক সংক্রান্ত লেনদেনের তদন্তের জন্য এরই মধ্যে বিশেষ ফরেন্সিক অডিটররা তাঁদের কাজ শুরু করে দিয়েছেন। চলছে রাজকে জিজ্ঞাসাবাদও।