গত বছর শেষের দিকেই খবরের প্রকাশিত হয়েছিল যে নওয়াজউদ্দিন অভিনীত ছবি ‘হাড্ডি’তে তাঁকে দেখা যাবে এক বৃহন্নলার চরিত্রে। ভক্ত অনুরাগীদের মধ্যে সেই সময় যথেষ্ট সারা ফেলে ছিল নওয়াজউদ্দিনের লুক।
এবার ‘হাড্ডি’র ট্রেলারে দেখা যাচ্ছে বৃহন্নলার বেশে হাতে রক্তাক্ত খড়্গ। একের পর এক খুন করছেন নওয়াজ। যা দেখলে গায়ে কাঁটা দেবে।
অভিনেতার রিয়েল লাইফে বিবাহবিচ্ছেদ বিতর্ক বারবার পিছিয়ে যাচ্ছিল এই ছবির মুক্তি। ছবির নির্মাতারা ছবি নিয়ে যথেষ্ট সংখ্যা প্রকাশ করছিলেন। কিন্তু ‘হাড্ডি’র ট্রেলারে নওয়াজের দুর্ধর্ষ লুক যেভাবে ধরা পড়েছে তাতে ছবি নিয়ে আর কোন সংশয় থাকতে পারে না বলেই মনে করা হচ্ছে। যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে এই ট্রেলার নিয়ে।
ট্রেলারে দেখা যাচ্ছে নওয়াজের পরনে শাড়ি,গায়ে গহনা,কপালে বড় টিপ। ঠোঁটে লিপস্টিক। খোপায় গোঁজা রয়েছে ছুড়ি। কখনো বা কাজ পর্যন্ত এক মাথা চুল নিয়ে অ্যাকশান করছেন নওয়াজ।
নওয়াজউদ্দিন সিদ্দিকির পাশাপাশি খলনায়কের ভূমিকায় নজর কাড়লেন অনুরাগ কাশ্যপ। ‘সেক্রেড গেমস’ অভিনেতার সঙ্গে প্যারালালি টেক্কা দিয়ে যেভাবে অভিনয় করেছেন পরিচালক-অভিনেতা, তার ঝাঁজ ট্রেলারেই দেখা গেল। ‘হাড্ডি’র রোমাঞ্চকর ঝলক শেয়ার করে অভিনেতা লিখেছেন- “এর আগে কখনও এরকম হাড়হিম করা প্রতিশোধ দেখেছেন?”
নওয়াজউদ্দিনের ‘হাড্ডি’ সিনেমায় নওয়াজের মায়ের ভূমিকায় দেখা গিয়েছে ইলা অরুণকে। আগামী ৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এ মুক্তি পাচ্ছে ‘হাড্ডি’।