অপেক্ষা শেষ, ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র ট্রেলার ও গান , সোমবার মুক্তি পেল এই ছবির আরও একটি গান।এরই সঙ্গে ছবির প্রযোজক দেব অধিকারী জানালেন ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ ছবিটি ১০ অক্টোবর টিভির পর্দায় ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। যদিও দর্শকদের অনেকেরই ধারণা ছিল এই ছবিটি বড় পর্দায় মুক্তি পাচ্ছে, তবে প্রযোজক জানান, এই ছবিটি মূলত ছোটদের রূপকথার গল্প, করোনার মহামারির কারণে বাচ্চারা হয়তো সিনেমা হলে এসে দেখতে নাও পারে, তবে তিনি চান এতো কষ্ট করে বানানো ছবিটি যাতে সকলে দেখতে পায়। তাই টিভির পর্দায় মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন: ‘সেভিংস অ্যাকাউন্ট ‘ খুলছেন অঙ্কুশ
তাহলেকি এই ছবিটি বড় পর্দাতে দেখতে পাবেনা দর্শক, এই প্রশ্নের উত্তরে দেব জানান, আরও অনেক চমক বাকি আছে, এই ছবি বড় পর্দাতেও দেখার ব্যবস্থা থাকবে, খুব শীঘ্রই সেই ঘোষণা করবেন তিনি। এই দিন অনুষ্ঠানে দেব এর সঙ্গে উপস্থিত ছিলেন ছবির রাণিমা অর্পিতা চট্টোপাধ্যায় ও ছবির মন্ত্রী শুভাশিস মুখোপাধ্যায়।দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ‘ঠাকুরদার ঝুলি’র গল্প ‘সরকার মশাইয়ের থলে’ অবলম্বনেই তৈরি হয়েছে ছবিটি। মূখ্য ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, বরুণ চন্দ-সহ আরও অনেকে। এই ছবিটি নিয়ে বহু দিনের অপেক্ষা ছিল এবং ট্রেলার সামনে আসতেই সকলের বেশ পছন্দ হয়েছে৷ ছোটেদের গল্পের মোড়কে যে কিহিনি বলার চেষ্টা হয়েছে, তাতে মূলত থাকছে এক গূঢ় অর্থ৷ ট্রেলার দেখতে দেখতেই মনে পড়ে যাবে সত্যজিত রায়ের ক্লাসিক ছবি হিরক রাজার দেশে ৷ এখানে যদিও রাজা নন, মন্ত্রীই ডেকে আনবেন সর্বনাশ ৷
বোম্বাগড় রাজ্যের রাজা হবুচন্দ্র৷ যাঁর রাজত্বে কোনও সমস্যা নেই৷ প্রজারা খুবই আনন্দে ও নিশ্চিন্তে থাকেন৷ রাণি কুসুমকলি ও রাজপুত্র প্রবাল কুমারকে নিয়ে সকলে ছিলেন খুবই সুখে৷ এক বৃদ্ধ মন্ত্রী ছিলেন, যিনি অত্যন্ত প্রাজ্ঞ৷ তবে একটাই দুঃখ ছিল রাজার, তাঁর কোনও কন্যা সন্তান ছিল না৷ শেষে যেদিন রাণির কন্যা সন্তান হল, সেদিন যেন ১৬ আনা পূর্ণ হল বোম্বাগড় রাজ্যে৷ আর সেদিন দেখা মিলল এক অদ্ভূত মানুষ, গবুচন্দ্র৷ তাঁকে রাজ দরবারে ডেকে নিয়ে এলেন রাজা, করা হল নতুন মন্ত্রী৷ সেই মন্ত্রীর কুচক্রেই ধীরে ধীরে পাল্টে গেল রাজ্যের হাল৷ সেই গল্পই দেখা যাবে এই ছবিতে৷ টিভির পর্দায় ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিস দৌড় থেকে অন্য ধারায় চলে গেল এই ছবি। তবে এই কথা বলাই যায়, প্রযোজক দেব ও পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের তরফ থেকে এই ছবি ছোটদের পুজোর উপহার হতে চলেছে ।