মুম্বই : অগস্টেই নেটফ্লিক্সে(Netflix) আসছে ডিরেক্টর ড্যুও(Director Duo) রাজ ও ডিকের(Raj & Dk) নতুন ওয়েব সিরিজ গানস অ্যান্ড গুলাবস(Guns & Gulaabs)।ভিন্ন ঘরানার এই ক্রাইম-কমেডি থ্রিলার(Crime Comedy Thriller) সিরিজে মুখ্যভূমিকায় দেখা যাবে রাজকুমার রাও(Rajkumar Rao),দুলকর সলমন(Dulquer Salman) ও আদর্শ গৌরবকে(Adarsh Gourav)।রয়েছেন অভিনেতা গুলশন দেবাইয়াও(Gulshan Deviah)।সোশ্যাল সাইটে নতুন মোশন পোস্টার(Motion Poster) প্রকাশ্যে এনে নেটফ্লিক্স ঘোষণা করেছে, ২ অগস্ট মুক্তি পাবে গানস্ অ্যান্ড গুলাবস্-এর ট্রেলার(Trailer)।দ্য ফ্যামিলি ম্যান(The Family Man)-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজ তৈরি করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন দুই পরিচালক রাজ অ্যান্ড ডিকে।২০২১ সালে করোনা মহামারীকালে(Covid Pandemic Period) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে দ্য ফ্যামিলি ম্যান সিজন ২।মনোজ বাজপেয়ী অভিনীত জমজমাট এই স্পাই থ্রিলার সিরিজের স্ট্রিমিং শুরুর আগেই গানস অ্যান্ড গুলাবস্ সিরিজের শ্যুটিং শুরু করেন রাজ-ডিকে।রাজ ও ডিকের অন্য ওয়েব সিরিজ কিংবা ফিল্মগুলির চেয়ে একদম অন্যরকম হতে চলেছে নেটফ্লিক্সের এই কমেডি-ক্রাইম থ্রিলার সিরিজ।যাতে অভিনয় করছেন রাজকুমার রাও,আদর্শ গৌরব এবং গুলশন দেবাইয়া। দুর্দান্ত অ্যাকশন প্যাকড একটি রোলে দেখা যাবে মালয়লম তারকা দুলকর সলমনকেও।
গোলাপ ফুলের জন্য বিখ্যাত গুলাপগঞ্জ নামের একটি শহর। হঠাৎই সেই শান্ত শহরে শুরু হয়ে যায় অশান্তি।রাজ ও ডিকে সেভেনটিজ এবং এইটটিজের পটভূমিকায় এই থ্রিলার সিরিজ তৈরি করলেও মূল গল্প নিয়ে মুখ খুলছেন না কেউই। শোনা যাচ্ছে,গানস্ অ্যান্ড গুলাবস্ সিরিজে যেমন থাকছে দমফাটা কমেডি সিক্যুয়েন্স। তেমনই টানটান সাসপেন্সেরও কোনও অভাব হবে না।সদ্যই নতুন মোশন পোস্টার প্রকাশ্যে এনে নেটফ্লিক্স জানিয়েছে,২ অগস্ট মুক্তি পেতে চলেছে সিরিজের ট্রেলার। অগস্টের ১৮তারিখ নাগান ওটিটি প্ল্যাটফর্মে শুরু হতে পারে গানস্ অ্যান্ড গুলাবস্ সিরিজের ওটিটি স্ট্রিমিং।