মুম্বই : বলিপাড়ায় ফের নক্ষত্রপতন।৭৯ বছর বয়সে প্রয়াত বলিউডের কমেডি অভিনেতা গুফি পেন্টাল(Gufi Paintal)।জানা যাচ্ছে,দীর্ঘদিন ধরেই বার্দ্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি তাঁকে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তিও করা হয়েছিল।সেখানেই সোমবার সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেতা।হার্টফেল হওয়ার কারণেই গুফি পেন্টালের মৃত্য হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেতার ভাইপো হিতেন পেন্টাল(Hiten Paintal)। মহাভারত(Mahabharat) ধারাবাহিকে শকুনি মামার(Shakuni Mama) চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা।গুফি পেন্টালের জীবনের উল্লেখযোগ্য কাজ হিসেবে মহাভারতই মনে করা হয়।পাশাপাশি ছোটপর্দায় সিআইডি এবং হ্যালো ইন্সপেক্টর(CID & Hello Inspector)-এর মতো আরও বহু ধারাবাহিকেও অভিনয় করেছেন গুফি পেন্টাল।টেলিভিশন ছাড়াও বড়পর্দায় বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা।যার মধ্যে উল্লেখযোগ্য দিল্লাগি,দেশ পরদেশ,সুহাগ(Dillagi,Desh Pardesh,Suhag)।ছোট এবং পার্শ্বচরিত্রে অভিনয় করেই রীতিমতো নজর কেড়েছিলেন গুফি পেন্টাল।অভিনেতার প্রয়াণে শোকের ছায়া পড়েছে বলিপাড়ায়। সোমবার বিকেলেই গুফি পেন্টালের শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ভাইপো হিতেন পেন্টাল।
প্রয়াত বি আর চোপড়ার মহাভারত ধারাবাহিকের শকুনি মামা খ্যাত অভিনেতা গুফি পেন্টাল।দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুখে ভুগছিলেন তিনি।কিছুদিন আগেই ব্লাড প্রেশার এবং হার্টের সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হন গুফি পেন্টাল। ডাক্তাররা পর্যবেক্ষনে রেখেছিলেন তাঁকে,কিন্তু শেষ রক্ষা হল না।সাত-আটদিন হাসপাতালে কাটিয়ে ৭৯বছর বয়সে সোমবার সকালেই শেষ নিঃশ্বাস ফেলেন বলিউডের এই প্রখ্যাত তারকা।১৯৭৫সালে রফু চক্কর ছবিতে কাজ করে অভিনয় জীবনে পা রাখেন গুফি পেন্টাল।পরবর্তীকালে বহু ছবিতে অভিনয় করেছেন তিনি।তবে ছোটপর্দায় বেশি জনপ্রিয় ছিল গুফির অভিনয়।বিশেষত মহাভারত ধারাবাহিকে শকুনিমামার চরিত্রে অভিনয়ের জন্য চিরকাল দর্শকের মনে থেকে যাবেন গুফি পেন্টাল।