আগামী ডিসেম্বর থেকেই ছোট পর্দায় শুর হবে গৌরব ও শোলাঙ্কির নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’। ইতিমধ্যেই প্রমো দেখে ফেলেছে দর্শক। নতুন প্রেম কাহিনি দেখা যাবে। তবে প্রমো শ্যুটিংয়ের নেপথ্য কাহিনিতে জানা গেল গৌরব শোলাঙ্কি বন্ধুত্ব অফস্ক্রিন থাকলেও এই প্রথম জুটি বেঁধে পর্দায় আসছেন তাঁরা। রয়েছেন অভিনেত্রী অনুরাধা রায়, ‘গাঁটছড়া’ শ্যুটিংয়েই সকলের কেমিস্ট্রি জমে উঠেছে।
গল্প নিয়ে কিছু আভাস পাওয়া গেলনির্মাতাদের তরফ থেকে , গল্পের শুরু হবে সিংহ রায় পরিবারের পুজোর অনুষ্ঠান দিয়।
বিখ্যাত হিরের ব্যবসায়ী সিংহ রায় বাড়ির জগদ্ধাত্রী পুজোর সাজসজ্জার দায়িত্বে ভট্টাচার্য বাড়ির মেজো মেয়ে খড়ি অভিনয়ে শোলাঙ্কি। হাতের কাজে পটু হলেও দিদির (শ্রীমা ভট্টাচার্য) মতো চট্টোপাধ্যায়ের নয়, সাজগোজ থেকেও শত হস্ত দূরে খড়ি। তাঁদের মায়ের ইচ্ছে বড়োলোক ছেলের সঙ্গে মেয়েদের বিয়ে দিতে। মনের মতো পাত্রের খোঁজ পেতেই সিংহ রায় বাড়ির পুজোয় হাজির ভট্টাচার্য পরিবার। সেখানে রয়েছে তিন এলিজেবল ব্যাচেলার। বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান সিংহ রায় মিস্টার পারফেক্ট, অভিনয়ে গৌরব চট্টোপাধ্যায় চোখে একবার দেখেই সে হিরে চিনে ফেলে। তাঁর দুই ভাই, কুণাল ও রাহুল। এই ভূমিকায় থাকছেন রিয়াজ লস্কর ও অনিন্দ্য ভট্টাচার্য। বাড়ির সবাই ঋদ্ধিমানের জন্য পাত্র খুঁজছে। প্রথম দেখাতেই শ্রীমাকে পছন্দ হয় তাঁর, কিন্তু মুখ ফুটে বলতে পারেনা। আর দাদার পছন্দ কেড়ে নিতে এক্সপার্ট মেজোভাই ‘পাক্কা রোমিও’ রাহুল (অনিন্দ্য) শ্রীমার সঙ্গে বন্ধুত্ব করে নেয়।
এরপর আচমকাই খড়ির সঙ্গে মোলাকাত ঋদ্ধিমানের, খড়ির হাতে তৈরি পটচিত্র ভেঙে চৌচির দুজনের ধাক্কায়! ঠিক এমনই ঝামেলা দিয়ে শুরু খড়ি আর ঋদ্ধিমানের কাহিনি, কিন্তু ‘কার মনে কে দেয় ধরা, সবই নাকি আগে থেকে ঠিক করা ‘। আর সেই গল্প নিয়েই আসছে ‘গাঁটছড়া’।