ওয়েব ডেস্ক: তামিল চলচ্চিত্রের দাপুটে অভিনেতা অজিত কুমার(Ajith Kumar)। তার সাম্প্রতিক ছবি ‘গুড ব্যাড আগলি’(Good Bad Ugly)মাত্র আড়াই দিনে বিশ্বব্যাপী ১০০ কোটি টাকার বেশি আয় করেছে। দেশের মাটিতে বক্স অফিসে ছবিটি আয় করেছে ৬২ কোটি টাকার বেশি(box office collection)। এই ছবিতে আজিত কুমারকে একজন গ্যাংস্টার এর ভূমিকায় দেখা গেছে। ছবিটি পরিচালনা করেছেন আধিক রবিচন্দ্রন। শ্রদ্ধাঞ্জলি এবং বীর উপাসনার এক উত্তপ্ত স্বপ্ন ছবি ।
অভিনেতা অজিতের ভক্তরা স্বাভাবিক কারণেই যথেষ্ট আপ্লুত। তাদের ধারণা সপ্তাহের শেষে তারা আরো সুখবর পাবেন। আগামী কয়েক দিন শো হাউসফুল। ছবিটি বক্সঅফিসে আরো নতুন রেকর্ড করতে পারে বলে অনেকেরই ধারণা।