৭৬ বছর বয়সে চলে গেলেন ‘গোল মাল’ খ্যাত বলিউড তারকা হরীশ মেগন।‘গোল মাল’, ‘নমক হালাল’, ‘চুপকে চুপকে’-র মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিলেন।রবিবার সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস’ অ্যাসোসিয়েশন সংস্থার পক্ষ থেকে টুইট করে জানানো হয় সেই খবর।জানা যায় শনিবার ১ জুলাই রাতে প্রয়াত হন অভিনেতা। টুইট করে ওই সংস্থা লেখেন, ‘আমরা হরীশ মেগনের প্রয়াণে দুঃখপ্রকাশ করছি। ১৯৮৮ সাল থেকে তিনি আমাদের সদস্য ছিলেন।’ ইন্ডাস্ট্রির একাংশের অনুমান, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই প্রয়াত হরীশ।
আরও পড়ুন: SC-Article 370 | ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আর্জির সুপ্রিম-শুনানি ১১ জুলাই
প্রায় তিন দশক ধরে হিন্দি সিনেমায় অভিনয় করেছেন হরীশ। অপেক্ষাকৃত ছোট পরিসরের চরিত্রেই অভিনয় করতেন তিনি। গুলজারের সঙ্গে সুসম্পর্কের কারণে ‘আঁধী’ সিনেমাতেও সুযোগ পান। তবে হৃষীকেশ মুখোপাধ্যায় পরিচালিত গোলমালে তাঁর অভিনয়দর্শক আজও মনে রেখেছেন।এছাড়াও বালিহুড শাহেনশা অমিতাভ বচ্চনের সঙ্গেও একাধিক ছবিতে ত্বকে জুটি বাধঁতে দেখা গিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সিনেমা ‘নমক হালাল’, ‘শাহেনশা’, ‘আজুবা’, ‘সত্তে পে সত্তা’।