মুম্বই : ১৮ অগস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে আর বালকি(R Balki) পরিচালিত স্পোর্টস ড্রামা ফিল্ম(Sports Drama Film) ঘুমর(Ghoomer)।ট্রেলারের পর মুক্তি পেল ছবির টাইটেল ট্র্যাক(Title Track)।কৌসর মুনিরের(Kausar Munir) কথায় ও অমিত ত্রিবেদির(Amit Trivedi) সুরে গানটি গেয়েছেন দীপাক্ষি কালিটা(Dipakshi Kalita) ও আলতামাস ফরিদি(Altamas Faridi)।ছবিতে একজন মহিলা ক্রিকেটারের চরিত্রে রয়েছেন সাইয়ামি খের(Saiyami Kher।তাঁর কোচের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে(Abishek Bachchan)।অভিনয় করেছেন শাবানা আজমি(Shabana Azmi) ও অঙ্গদ বেদি(Angad Bedi)।ক্যামিও রোলে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও(Amitabh Bachchan)।১১ অগস্ট থেকে অনুষ্ঠিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন(IFFM 2023)-এ প্রদর্শিত হতে চলেছে পরিচালক আর বালকির ছবি ঘুমর।সেটাই হতে চলেছে ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার।ঠিক তার এক সপ্তাহ পরেই ১৮ অগস্ট ভারতের সাধারণ দর্শকদের জন্যও সিনেমাহলে মুক্তি পাচ্ছে ঘুমর।
ছবিতে সাইয়ামি খের অভিনয় করছেন একজন ক্রিকেটারের ভূমিকায়।যিনি ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের একজন দুর্দান্ত ব্যাটার।অভিনেত্রী শাবানা আজমি রয়েছেন সাইয়ামির মায়ের ভূমিকায়।অঙ্গদ বেদিকে দেখা যাবে তাঁর প্রেমিকের চরিত্রে। হঠাৎই একদিন বড় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন সাইয়ামি।এমনকি বাদ যায় তাঁর ডান হাত।সফল ক্রিকেটার হওয়ার স্বপ্ন মূহুর্তেই যেন ঝাপসা হয়ে ওঠে প্রতিভাবান লেডি ব্যাটারের চোখে।তখনই তার পাশে দাঁড়ান কোচ।যে চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন।নেশার প্রতি আসক্ত হলেও ক্রিকেটই আজও যাঁর ধ্যানজ্ঞান।সাইয়ামিকে তিনি ফের ময়দানে নামান।অভিষেক সাইয়ামিকে বোঝান, ব্যাটসম্যান নন,শুধুমাত্র বাঁ হাতে স্পিন বোলিংয়ের জাদুতেই ফের ভারতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা করে নিতে পারে সে।কিন্তু স্বাভাবিক ভাবে ডানহাতি একজন ব্যাটসম্যানের পক্ষে কি বাঁ হাতি স্পিন বোলার হওয়াটা অতই সোজা?তাও আবার ভারতের জাতীয় দলে জায়গা পাওয়ার লক্ষ্যে! শুরু হয় সাইয়ামির অবিশ্বাস্য লড়াই।এবার শেষ পর্যন্ত ঘুমর-এর গল্পের শেষে কি হয়,সেটা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।১৮অগস্ট বড়পর্দায় মুক্তি পাবে ঘুমর।ছবির বড় আকর্ষণ হতে চলেছে ক্যামিও রোলে অমিতাভ বচ্চনের উপস্থিতি।ঘুমর-এর ট্রেলারেও নজর কেড়েছেন বিগ বি।