নেট দুনিয়ায় বিগত চার বছর ধরে তাদের রিলেশনশিপের খবর হটকেক বলা যেতে পারে। লিভন থেকে শুরু করে খুল্লামখুল্লা সম্পর্কে থাকার পরও নিজের প্রেমিকা হিসেবে জনসমক্ষে পরিচয় করিয়ে দিতে তিনি গররাজী। সংবাদমাধ্যমে সে কথা প্রকাশিত হলে তাতে বরঞ্চ অসন্তোষ প্রকাশ করেছেন এই বলি তারকা।বলি- ফ্যাশনিস্তা মালাইকা আরোরা এক সময় তার সঙ্গী ছিলেন। বছর চারেক হল তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে সালমান খানের ভাই অভিনেতা আরবাজ খানের। এখন তিনি ইতালির মডেল-অভিনেত্রী জর্জিয়া-র সঙ্গে রিলেশনশিপে রয়েছেন।জর্জিয়া আন্দ্রিয়ানি । সব জানাজানি হওয়ার পরও তিনি তা সোশ্যাল মিডিয়ায় কেন স্বীকার করেন না তা নিয়ে নেটিজেনদের রয়েছে অনেক কৌতুহল। বলিউডের একসময়ের অন্যতম জনপ্রিয় জুটির মধ্যে ছিলেন আরবাজ এবং মালাইকা। মালাইকার সঙ্গেই থাকে তাদের পুত্র সন্তান। জর্জিয়াকে নিয়ে প্রশ্ন উঠলে সম্প্রতি এক সাক্ষাৎকারে আরবাজ জানিয়ে দেন, জর্জিয়াকে নাকি স্রেফ প্রেমিকা কিংবা বান্ধবী বলতে তার যথেষ্ট আপত্তি রয়েছে। তার দাবি, জর্জিয়ার একটা সুপরিচিতি রয়েছে। সেটা সে নিজের প্রচেষ্টায় এবং পরিশ্রমের ফলেই অর্জন করেছে।
তাই তাকে স্রেফ প্রেমিকা বলাটা অত্যন্ত অপমানজনক এবং হাস্যকর বলে তার কাছে মনে হয়। আমার যে বিষয়টি পছন্দের নয় সেটি হল আমার পরিচয়ে তার পরিচয় নয়। প্রথমত, এইটা বোঝা দরকার। প্রত্যেকেরই একটা প্রাপ্য সম্মান আছে সেটা তাকে দেওয়া উচিত। উল্লেখ্য, ইতালীয় মডেল-অভিনেত্রী জর্জিয়া একজন দুর্দান্ত নৃত্যশিল্পী ও বটে। আরবাজ তাকে বলিউড কেরিয়ারে সাহায্য করেছিলেন।সম্প্রতি তাদের বিয়ে হয়েছে বলে গুজব রটে, তাতে আরবাজ বলেন এত অধৈর্যের কি আছে? এই মুহূর্তে নিজের চ্যাট শো ‘পিঞ্চ’ এর নতুন সিজন নিয়ে ব্যস্ত আরবাজ খান।