গণেশ উৎসবে মেতেছে সারা দেশ। বলিউডে রীতিমতো জাঁকজমক করেই গণেশের আরাধনা করেন সেলিব্রেটিরা। টলিপাড়াতেও গণেশ আরাধনার কমতি নেই। আদরের গন্নু দাদার পুজোয় মাতলেন টলিউডের অনেকেই।
সোশ্যাল সাইট জুড়ে টলিপাড়ার গণেশ উৎসবের ছবি। কেউ বাড়ির গণেশ মূর্তির ছবি শেয়ার করেছেন তো কেউ বা গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানালেন। সকাল সকালই গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন টলিস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গণেশ উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়ও। প্রসেনজিৎ বা শাশ্বত শুধু মাত্র শুভেচ্ছা জানালেও বাড়ির ঠাকুরের ছবি পোস্ট করে গণেশ উৎসবের শুভেচ্ছা জানালেন টলিপাড়ার পরিচিত মুখ অনিন্দিতা বোস। অনিন্দিতার গন্নু বাবা তো বটেই, অনিন্দিতার দিক থেকেও নজর ফেরাতে পারছেন না নেটিজেনও।
আরও পড়ুন : বলিপাড়ায় গণেশ উৎসব
ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’- এ অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন নয়না গঙ্গোপাধ্যায়। বাংলা ছাড়াও হিন্দি ও তেলুগু ছবিতেই অভিনয় করেছেন নয়না। বাড়িতে গণেশ পুজো করেছেন নয়নাও। সোশ্যাল সাইটে ছবিও শেয়ার করেছেন তিনি।
মুম্বইয়ের বাড়িতেই গণেশ পুজো করেছেন অনীক ধর। বাড়ির গণেশ পুজোর টুকরো মুহূর্ত সোশ্যাল সাইটে পোস্ট করেছেন অনীক। কিউট গন্নু বাবা তো কোন ছাড়, অনীকের পোস্টের সব আকর্ষণ কিন্তু ছেড়ে নিয়েছে অনীকের মিষ্টি মেয়ে। গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও।
আরও পড়ুন : কঙ্গনার লেগপুলিং