মুম্বই : রবিবার বক্সঅফিসে(Box Office) দুর্দান্ত ব্যবসা করে নতুন রেকর্ড গড়ল গদর ২(Gadar 2) এবং ওএমজি ২(Oh My God 2)।শুক্রবারই মুক্তি পেয়েছি দুটি বহু প্রতীক্ষিত সিক্যুয়েল ফিল্ম(Sequel Film)।যদিও সানি দেওলের(Sunny Deol) গদর ২-র চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে অক্ষয়ের(Akshay Kumar) ওএমজি ২।বলি বিশেষজ্ঞরা জানাচ্ছেন,রবিবার গদর ২-র বক্সঅফিস কালেকশন ৫২ কোটির মতো।এবং,ওএমজি ২ ব্যবসা করেছে প্রায় ১৭ কোটি টাকা।দৌড়ে রয়েছে করণ জোহরের(Karan Johar) ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি(Rocky Aur Rani Kii Prem Kahani)ও(Rocky Aur Rani Ki Prem Kahani)।যদিও রবিবার রণভীর-আলিয়ার(Ranveer Singh & Alia Bhatt) রোম্যান্টিক ফিল্মের(Romantic Film) বক্সঅফিল কালেকশন সাড়ে তিন কোটি টাকা।তিনটি ছবি সবমিলিয়ে ৭২ কোটি টাকা রোজগার করে ভেঙে দিয়েছে পাঠান(Pathaan)-এর রেকর্ড।প্রজাতন্ত্র দিবসে(Republic Day) শাহরুখের(Shahrukh Khan) স্পাই ইউনিভার্স ফিল্ম(Spy Universe Film) ব্যবসা করেছিল ৬৮ কোটি টাকা।
শুক্রবার বড়পর্দায় মুক্তি পেয়েছে সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ছবি গদর ২।একইসঙ্গে সিনেমাহলে এসেছে খিলাড়ি কুমারের ছবি ও মাই গড ২-ও।২২ বছর পর মুক্তি পেয়েছে বক্সঅফিস কাঁপানো ছবি গদর-এর সিক্যুয়েল।অন্যদিকে ১১বছর পর শেষ পর্যন্ত বড়পর্দায় এসেছে ও মাই গড ২ও।তাই দুটি ছবি নিয়েই যে দর্শকদের মধ্যে যথেষ্ঠ উৎসাহ রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।কিন্তু মুক্তির পর দেখা গেল বক্সঅফিস সাফল্যের নিরিখে অক্ষয়ের ওএমজি ২ কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে সানি-আমিশার গদর ২।মাত্র তিনদিনেই ১০০কোটির ক্লাবে নাম লিখিয়েছে গদর ২।যেখানে সানির ছবি প্রথম তিনদিনে ব্যবসা করেছে প্রায় ১৩৩ কোটির মতো। সেখানে খিলাড়ির ওএমজি ২-র বক্সঅফিস কালেকশন মাত্র ৪০ কোটি ছুঁইছুঁই।ছবির বাজেটও গদর ২-র ডবল,১৫০ কোটির মতো।অন্যদিকে গদর ২-র বাজেট ৭৫থেকে ৮০কোটির মতো।
ছবি বক্সঅফিসে যেমন সাফল্য পেয়েছে,তেমনই দর্শক ও সমালোচকদের মন জয় করেছে।বহুদিন পর বড়পর্দায় সানি পাজির ধুন্ধুমার অ্যাকশন তারিয়ে উপভোগ করছেন সিনেপ্রেমীরা।কয়েকদিনের মধ্যেই হয়তো ২০০ কোটির গণ্ডিও পেরিয়ে যাবে গদর ২।এমনটাই অনুমান বলিপাড়ার সিনে বিশেষজ্ঞদের। ও মাই গড ২-র হাত ধরে ঘুরে দাঁড়াবেন অক্ষয় কুমার।এমনটাই মনে করেছিলেন খিলাড়ির ভক্তরা।যদিও সেই আশায় যে জল ঢেলে দিয়েছেন সাধারণ দর্শক তা বলার অপেক্ষা রাখে না।