প্রায় ২২ বছর পর ফিরল ‘গদর’ (Gadar)। ২০০১ সালের পর ২০২৩, গদরের দ্বিতীয় পর্ব নিয়ে ফিরলেন আমিশা পটেল ও সানি দেওল। তবে সেই সময়ের দর্শকের সঙ্গে এই সময়ের দর্শকের বিস্তর ফারাক। বহু দিন বড় পর্দায় জুটি বাঁধেননি এই জুটি এমতাবস্থায় তাঁদের রসায়ন কেমন লাগবে দর্শকদের, তা নিয়ে দর্শকদের মধ্যে প্রথম থেকেই ছিল প্রশ্ন। তবে প্রজচারের কাজ হয়েছিল পুরো দমে। তবে সূত্রের খবর এই রাজ্যে ছবিটির ব্যবসা কিন্তু খুব একটা ভাল নয়।
যদিও ছবি মুক্তির আগে নির্মাতারাও ছিলেন চিন্তায়। তাঁদের ধারণা ছিল ১১ অগস্ট ওই ছবি মুক্তির পর নির্মাতাদের মনে হাসি ফোটাবে। কিন্তু বক্সঅফিস ইন্ডিয়ায় সূত্রে খবর, রাজ্যে এই সিনেমা খুব একটা ভালো ফল করতে না পারলেও দেশ ব্যাপী প্রথম দিনেই বড় বড় ছয় মেরেছে ছবিটি। একই সঙ্গে তৈরি করেছে নতুন সব রেকর্ডও। গোটা দেশ জুড়ে এই ছবিটি প্রথম দিনে ৪০ কোটির মতো ব্যবসা করেছে। ছাপিয়ে গিয়েছে ‘আদিপুরুষ’ -এর রেকর্ডকেও। ‘আদিপুরুষ’ ছবিটি প্রথম দিনে ব্যবসা করেছিল ৩২ কোটি টাকার।
আরও পড়ুন: গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন কংগ্রেসের, বিরোধী তৃণমূল
তবে সারুখানের ‘পাঠান’ এই বছর বক্স-অফিসে সব চেয়ে ভালো ফল করছে। প্রথম দিনেই ওই ছবির আয় ছিল ৫৫ কোটি টাকা। দ্বিতীয় স্থানেই রয়েছে ‘গদর ২’। তবে বাংলায় ছবিটি সে ভাব সাড়া না পেলার কারণ হতে পারে দেবের ব্যোমকেশ মুক্তি। বাংলার দর্শক ভালবাসা উজাড় করে দিচ্ছে ‘ঘরের ছেলে’র ছবিটিকেই।