মুম্বই : অভিমান ভুলে শাহরুখকে(Shahrukh Khan) বুকে টেনে নিলেন সানি দেওল(Sunny Deol)।গদর ২(Gadar 2)-র সাকসেস পার্টিতে দীর্ঘদিন পর কাছাকাছি এলেন ডর(Darr) ছবির দুই তারকা।গদর ২-র বক্সঅফিস কালেকশন প্রায় ৫০০কোটি ছুঁই ছুঁই। সেই উপলক্ষেই শনিবার রাতে জমজমাট পার্টির আয়োজন করেছিলেন নির্মাতারা।পার্টিতে বসেছিল রীতিমতো চাঁদের হাট।সস্ত্রীক শাহরুখ খান তো ছিলেনই।এসেছিলেন বলিউডের আরও দুই খান সুপারস্টার সলমন(Salman Khan) ও আমির(Aamir Khan)।গদর ২-র গোটা টিম ছাড়াও পার্টিতে হাজির ছিলেন অনিল কাপুর(Anil Kapoor),জ্যাকি শ্রফ(Jackie Shroff),সঞ্জয় দত্ত(Sanjay Dutt),কার্তিক আরিয়ান(Kartick Aaryan),শাহিদ কাপুর(Sahid Kapoor),অজয় দেবগণ(Ajay Devgn),কাজল(Kajol) ছাড়াও প্রায় গোটা বলিউড ইন্ডাস্ট্রি।শাহরুখ খান ও সানি দেওলের বিবাদ এতদিন ছিল বলিপাড়ার অন্যতম চর্চার বিষয়। যশ চোপড়ার(Yash Chopra) ছবি ডর-এর শ্যুটিং চলাকালীন শাহরুখের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন সানি পাজি।এরপর সবসময়ই কিং খানের থেকে দুরত্ব বজায় রেখেছিলেন সানি দেওল।এমনকি অভিনেতার বড় ছেলে করণ দেওলের বিয়ের পার্টিতে আমির ও সলমন হাজির থাকলেও দেখা যায়নি শাহরুখ খানকে।অবশেষে সব মান অভিমান বিবাদ মিটিয়ে দিল গদর ২।বলিপাড়ার ঘনিষ্ট সূত্রে জানা যাচ্ছে,সানি পাজির অভিমান ভাঙার ভার নাকি কিং খানই নিয়েছেন।গদর ২ মুক্তি পাওয়ার আগে শাহরুখ নাকি ফোন করে নতুন ছবির জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে ছিলেন তারা সিংকে।
শাহরুখের ফোন পেয়ে একটু অস্বস্তি নিয়ে বার্তালাপ শুরু হলেও একটু পরেই মিটে যায় সব তিক্ততা।শাহরুখকেও জওয়ান-এর জন্য শুভেচ্ছা বিনিময় করেন সানি।শোনা যাচ্ছে তারপর থেকেই নাকি সানি-শাহরুখের ভাইচারা বেড়েছে।ছবি যতই নতুন রেকর্ড সৃষ্টি করেছে শাহরুখ ততবারই নাকি ফোন করেছেন সানি পাজিকে।শাহরুখের এই সৌহর্দতায় পুরনো সব অভিমান ভুলে গিয়েছেন গদর ২-র তারা সিং।তাই নতুন ছবির সাকসেস পার্টির সম্ভাব্য অতিথি তালিকায় শুরুতেই নাকি ছিল কিং খানের নাম।শাহরুখকে পার্টিতে আসার জন্য ব্যক্তিগত ভাবে ফোন করেন সানি দেওল।সিনিয়রের আমন্ত্রণ কোনও মতেই ফেলতে পারেননি বলিউড বাদশা।জওয়ান-এর প্রোমোশনের শত ব্যস্ততা সামলে শনিবার সন্ধ্যায় স্ত্রী গৌরিকে নিয়ে যথা সময়েই হাজির হন খান সুপারস্টার।শাহরুখকে দেখে নিজেই এগিয়ে গিয়ে অভ্যর্থনা জানান সানি দেওল।শুধু তাই নয়,পাপারাৎজির সামনে অনুজ সম কিং খানকে বুকে টেনে নেন সানি পাজি।আবেগ সামলাতে পারেননি শাহরুখও।দীর্ঘ বিবাদ আর তিক্ততা ভুলে সানিকে বুকে জড়িয়ে ধরেন তিনি।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চায় রয়েছে শাহরুখ-সানির দোস্তানা।ভাইরাল হয়েছে দুজনের ভিডিও।দুই তারকাকে দেখে নেটিজেন বলছে ‘’ডর কে আগে গদর ২ হ্যায়’’।শাহরুখ খান,সানি দেওল কাছাকাছি আসায় তৈরি হয়েছে নতুন জল্পনা।কারণ, ডর-এর পর আর কোনওদিনই রূপোলি পর্দায় পাশাপাশি দেখা যায়নি দুই সুপারস্টারকে।পাঠান-এর সাফল্যের পর তুঙ্গে রয়েছেন কিং খান।এবং গদর ২-র সাফল্যে নিজেকে বলিউডের ডার্ক হর্স প্রমাণ করে দিয়েছেন সানি পাজি। আগামী দিনে কি ফের একসঙ্গে জুটি বাঁধবেন সুই সশ তারকা।উত্তরটা সময়ই দেবে।