মুম্বই : বক্সঅফিসে রীতিমত ফুল ফোটাচ্ছে গদর ২(Gadar 2)।বক্স অফিসে(Box Office) প্রায় ৩৩০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে সানি দেওলের(Sunny Deol) নতুন ছবি।পাকিস্তান থেকে ছেলে জিতেকে ফিরিয়ে নিয়ে আসতে পারলেও খোদ মুম্বইতেই ঘোর বিপদে বিপদে পড়েছেন তারা সিং(Tara Singh) ওরফে সানি দেওল।নিলামে উঠতে পারে অভিনেতার জুহুর বাংলো সানি ভিলা(Sunny Villa)।জানা যাচ্ছে,বেশ কয়েক বছর আগে বিশেষ কারণে ব্যাংক অফ বরোদার(Bank Of Baroda) কাছে বাংলোটি বন্ধক(Mortgage) রেখে ঋণ(Loan) নিয়েছিলেন সানি দেওল।এখন সুদে-আসলে ঋণের মোট অঙ্কটা এসে দাঁড়িয়েছে প্রায় ৫৬ কোটি টাকা। ঋণ শোধ করার জন্য ব্যাঙ্কের তরফে বারবার নোটিশ পাঠানো হয়েছে সানি দেওলকে।কিন্তু বিষয়টি মোটেও গ্রাহ্য করেননি তিনি।অবশেষে সানির ঋণ এবং জুহুর বাংলো সানি ভিলা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, আরও কিছুদিন ঋণ শোধ করার জন্য শেষ সুযোগ দেওয়া হয়েছে অভিনেতাকে।অনাদায়ে আগামী ২৫ সেপ্টেম্বর সানি ভিলার ভার্চুয়াল নিলাম হয়ে যেতে পারে।
প্রসঙ্গত,সানি ভিলা মূলত দেওল পরিবারের সকলের অফিস এবং সানি সুপার সাউন্ড নামেই পরিচিত বলিপাড়ায়।কারণ,ওই বাংলোতেই সানির ছবির প্রিভিউ এবং পোস্ট প্রোডাকশন সংক্রান্ত সমস্ত কাজকর্ম করা হয়।শোনা যাচ্ছে,২০১৭ সালে সানি ভিলা জামানত রেখে ঘায়েল ওয়ানস এগেইন ছবির বাজেটের জন্য ব্যঙ্ক অফ বরোদা থেকে ঋণ নিয়েছিলেন।কিন্তু বক্সঅফিসে মোটেও বড় সাফল্য পায়নি ছবি।এরপর সেইভাবে আর ছবিতে অভিনয়ও করেননা সানি পাজি।সেই কারণে,আর ব্যঙ্ককে বকেয়া ঋণ মেটাতে পারেননি সানি দেওল। যদিও সেই তথ্য অস্বীকার করেছেন সানি দেওলের ম্যানেজার। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, সদ্যই বক্সঅফিসে ব্লকবাস্টার হিটের তকমা জিতে নিয়েছে তারকার নতুন ছবি গদর ২।ইতিমধ্যেই ছবির বক্সঅফিস কালেকশন ৩০০ কোটির অঙ্ক পার করেছে। ছবির লভ্যাংশ বাবদ নির্মাতাদের থেকে বেশ খানিকটা টাকা পাবেন তিনি।পাশাপাশি,গদর ২-র সাফল্যের পর সাম্প্রতিক কালে বলিউডের প্রযোজকদের তরফে ইন্ডিয়ান ২,বর্ডার ২,মা তুঝে সালাম ২ সহ আরও বহু ছবির অফার পেয়েছেন ধরমজির পুত্তর।ছবির জন্য নাকি ভাল অঙ্কের পারিশ্রমিক দাবি করতে চলেছেন অভিনেতা।সেই টাকা দিয়েই অনায়াসেই ব্যঙ্কের ঋণ শোধ করে দেবেন সানি দেওল।