করোনার প্রভাব কাটিয়ে স্বাভাবিক হচ্ছিল পরিবেশ। তবে গত কয়েকদিন ধরে যেভাবে করোনা ও ওমিক্রন চোখ রাঙাচ্ছে অনিশ্চিত হয়ে পড়ছে সবকিছু। এরই প্রভাব দেখা যাচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
সূত্রের খবর এখনও পর্যন্ত চলচ্চিত্র উৎসবের তারিখ এখনও পর্যন্ত একই রয়েছে, ৭ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত। তবে সূত্রের খবর অনুযায়ী সিনেমা হলে সত্তর শতাংশ দর্শকদের নিয়ে সিনেমা প্রদর্শনের যে নিয়ম ছিল তা একটু বদলাতে পারে। দর্শক সংখ্যা কমিয়ে পঞ্চাশ শতাংশ হতে পারে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ও হয়তো ভার্চুয়াল হতে পারে, তবে এই বিষয়ে এখনও কোনও নির্দেশিকা আসেনি সরকারি ভাবে। উৎসব কমিটির থেকে জানা যাচ্ছে এই বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।