রোজ সন্ধ্যাবেলা বসার ঘরের টেলিভিশনটা সেটটা না চললে মনটা কেমন যেন আনচান করে। কী যেন একটা হচ্ছে না মনে করে অস্বস্তি লাগে। আসলে সেটা হওয়াই স্বাভাবিক। সকাল থেকে সন্ধ্যা টেলিভিশনের পর্দার ওপাড়ে থাকা মানুষগুলো কেমন করে যেন আমাদের দৈনন্দিন জীবন যাপনের সঙ্গে মিশে গেছেন, তাদের ছাড়া জীবনটাই পানসে।
একবার ভেবে দেখেছেন আমাদের সকাল-সন্ধ্যে বিনোদন জোগান যারা, তাঁদের সারাটা দিন কেমন করে কাটে? লাইট- ক্যামেরা –অ্যাকশনের শাসনে দিবারাত্র বন্দি থাকেন তাঁরা। একটু অবসর তাঁদের কাছে খোলা আকাশের মতো।শ্যুটিং-এর কাজেই পাহাড়ে গেছেন তৃণা সাহা, কৌশিক রায়, অম্বরীশ ভট্টাচার্যরা। পাহাড়ে গিয়েই খুশি মনে ছবিও তুলে ফেলেছে টিম ‘খড়কুটো’।
View this post on Instagram
‘খড়কুটো’র টিম পাহাড়ে গেলেও শহর কলকাতাতেই শ্যুটিং-এ ব্যস্ত আরও এক জনপ্রিয় ধারাবাহিকের তিন কন্যা। হাওড়া ব্রিজ, গঙ্গার ধারকে ব্যাকগ্রাউন্ডে রেখে হুল্লোড়ের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
View this post on Instagram
হায়দরাবাদের তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভ্যালে গেছেন শ্রীলেখা মিত্র। শ্রীলেখার ইনস্টা পোস্টে রিইউনিয়নের ঝলক। কলকাতা থেকে হায়দরাবাদে গিয়ে ফ্রেমবন্দি হলেন গৌরব চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, জয় সেনগুপ্ত, মুনমুন সেনরা।
View this post on Instagram
আসলে দিনের চব্বিশটা ঘণ্টার অনেকক্ষণ একসঙ্গে কাটাতে কাটাতে সেলিব্রেশন থেকে শুরু করে দুঃখ-কষ্ট সবটাই নিজেদের মধ্যে ভাগ করে নেন তারকারা। মাঝেমাঝে তারই ছোঁয়া পায় আম- আদমি।