মুম্বই : ইরফানপুত্র(Son Of Irfaan Khan) বাবিল খানের(Babil Khan) মায়ের চরিত্রে এবার জুহি চাওলা(Juhi Chawla)।নেটফ্লিক্সে(Netflix) আসছে ওটিটি ফিল্ম(Ott Film) ফ্রাইডে নাইট প্ল্যান(Friday Night Plan)।ছবিতে জুহি চাওলার(Juhi Chawla) দুই ছেলের ভূমিকায় রয়েছেন বাবিল খান ও অমৃত জয়ন(Amrith Jayan)।মায়ের অনুপস্থিতিতে দুই ভাই তাঁর বন্ধুদের নিয়ে ফ্রাইডে নাইটে কেমন পার্টি করল সেই গল্প নিয়েই তৈরি করেছেন পরিচালক বৎসল নীলকান্তন(Vatsal Neelakantan)। ১ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে শুরু হচ্ছে ফ্রাইডে নাইট প্ল্যান-এর স্ট্রিমিং।
গতবছর ডিসেম্বরে নেটফ্লিক্স ফিল্ম কলা-তে অভিনয় করে অভিনয় জগতে পা রেখেছেন ইরফান খানের সুপুত্র বাবিল খান।ছবিতে বাবিলের অভিনয় দক্ষতার তারিফ করেছেন দর্শক। পাশাপাশি ছবিতে দেখা গিয়েছিল তৃপ্তি ডিমরি,স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো তারকাকে।আরও একবার নেটফ্লিক্সের ফিল্ম ফ্রাইডে নাইট প্ল্যান-এ নজর কাড়তে চলেছেন বাবিল খান।কলা-র থেকে বাবিলের নতুন ছবি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ঘরানার। ছবির গল্প কিন্তু বেশ মজাদার। মায়ের একদিনের অনুপস্থিতির সুযোগে ভাই এবং বন্ধুদের নিয়ে কি ভাবে নাইট পার্টির প্ল্যান করল সেই গল্প নিয়েই তৈরি হয়েছে ফ্রাইডে নাইট প্ল্যান।যে ছবিটি পরিচালনা করেছেন বৎসল নীলকান্তন।
বেশ কয়েক বছর আগেই ওটিটি দুনিয়ায় ডেবিউ করে ফেলেছেন জুহি চাওলাও।বেশ কয়েকটি ওয়েব সিরিজ ও ফিল্মে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ও করে ফেলেছেন নাইনটিজের এই জনপ্রিয় রোম্যান্টিক হিরোইন।এবার ফ্রাইডে নাইট প্ল্যান ছবিতে তিনি বাবিল খানের মায়ের চরিত্রে।সদ্যই মুক্তি পেয়েছে ছবি মুক্তির দিন ঘোষণা করেছে ওটিটি প্ল্যাটফর্ম। ফ্রাইডে নাইট প্ল্যান ছবিতে জুহি ও বাবিল ছাড়াও রয়েছেন অমৃত জয়ন ছাড়াও আরও অনেকেই।ফারহান আখতার ও রীতেশ সিদওয়ানির সঙ্গে ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন কাসিম জাগমাগিয়া।১ সেপ্টেম্বর থেকেই নেটফ্লির্সে শুরু হবে ফ্রাইডে নাইট প্ল্যান-এর স্ট্রিমিং।