সদ্যই জানা গিয়েছে নতুন ছবি ‘ফ্রেডি’-র শ্যুটিং শুরু করেছেন অভিনেতা কার্তিক আরিয়ান।শুক্রবার সাত সকালেই ছবির ফার্স্টলুক নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করলেন অভিনেতা।একতা কাপুরের প্রযোজনায় এই ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন শশাঙ্ক ঘোষ।ছবির গল্প যে একটি ডার্ক থ্রিলার তা আগেই জানা গিয়েছে।‘ফ্রেডি’-তে কার্তিকের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন তারা সুতারিয়া।ছবিতে দেখা যাবে রুচিকা কাপুরকেও।‘পতি পত্নি অউর উও’,’লুকাছুপি’ কিংবা ‘সোনু কে টিটু কি সুইটি’-র মতো কমেডি ছবিতে অভিনয় করলেও এতদিন মূলত রোম্যান্টিক ছবির নায়ক হিসেবে নজর কেড়েছেন কার্তিক আরিয়ান।সেই হিসেবে ‘‘ফ্রেডি’-ই হতে চলেছে লাভ আজ কাল খ্যাত অভিনেতার প্রথম থ্রিলার ফিল্ম।
আরও পড়ুন – নতুন ছবিতে কার্তিক আরিয়ান
ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যে দারুণ খুশি তাও আগেভাগেই জানিয়েছিলেন কার্তিক।বাস্তবিকই যে ‘‘ফ্রেডি’ একেবারেই অন্যধারার থ্রিলার হতে চলেছে সেটা কিন্তু এদিন ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরই স্পষ্ট হয়ে গিয়েছে।কিছুদিন আগেই জানা গিয়েছিল করণ জোহরের সঙ্গে মনোমালিন্যের জেরে ধর্মার ছবি থেকে বাদ পড়েছেন কার্তিক।পাশাপাশি শাহরুখ প্রযোজিত একটি ছবি থেকেও বাদ পড়েছেন তিনি।
আরও পড়ুন – ‘শেহজাদা’ কার্তিক আরিয়ান
কিছু ছবি থেকে অভিনেতা বাদ পড়লেও,তাঁর ঝুলিতে যে আরও অনেক ছবি রয়েছে তা ইতিমধ্যেই প্রমাণিত।একদিকে যেমন ভুলভুলাইয়া-২ এর শ্যুটিং সারছেন কার্তিক,ঠিক রয়েছে হনসল মেহতার ছবি ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’।পাশাপাশি রয়েছে সাজিদ নাদিয়াদওয়ালার পরের ছবিও।শ্যুটিংয়ের ব্যস্ততায় বছরটা যে কার্তিক আরিয়ানের বেশ ভালোই যাবে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন – ‘পাইলট’ কার্তিক