মুম্বই: মাদক মামলায় বৃহস্পতিবারই জামিন পেয়েছেন৷ কিন্তু শুক্রবারও মন্নত ফিরতে পারেননি আরিয়ান খান৷ আর্থার রোড জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সময়মত নথি এসে পৌঁছয়নি তাঁদের কাছে৷ তাই আরিয়ানের মুক্তি পেতে বিলম্ব হচ্ছে৷ তবে আগামিকাল শনিবারই তিনি জেল থেকে ছাড়া পেতে পারেন৷ এমনটাই সূত্রের খবর৷
আরও পড়ুন: শাহরুখের পাশে জুহি, আরিয়ানের গ্যারান্টার হলেন অভিনেত্রী
শনিবার যদি সত্যিই আরিয়ান মন্নত ফেরেন তাহলে এটাই হবে শাহরুখের জন্মদিনের সম্ভবত সেরা উপহার৷ কেননা ২ নভেম্বর বলিউড বাদশার জন্মদিন৷ তার দু’দিন পর আবার দীপাবলি৷ মা গৌরী এখন ছেলের ঘরে ফেরার অপেক্ষায় দিন কাটাচ্ছেন৷ খান পরিবারের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, গৌরী নাকি জানিয়ে দিয়েছিলেন, আরিয়ান না ফিরলে এবার দীপাবলিতে আলো জ্বলবে না মন্নতে৷ এমনকী ক্ষীরও মুখে তুলবেন না৷ তবে গত ২৮ অক্টোবর খান পরিবারে ফিরে আসে স্বস্তির খবর৷ বম্বে হাইকোর্ট শর্ত সাপেক্ষে আরিয়ানকে জামিন দিয়েছে৷ এখন শুধু আরিয়ানের মন্নতে ফেরার পালা৷
আর্থার জেলের বাইরে ভিড় (বা দিকে) ৷ এই সেই জামিন পত্র পেটি (ডান দিকে)৷
আরও পড়ুন: Aryan Khan: জামিনে মুক্তি পেলেও প্রতি শুক্রবার হাজিরা, চাইলেই জেরা করতে পারে এনসিবি
এদিকে প্রশ্ন উঠছে বৃহস্পতিবার জামিন পেলেও কেন আরিয়ানের মুক্তিতে এত বিলম্ব হল? কারণ হিসেবে জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, জামিনের নথি সময়মত এসে পৌঁছয়নি৷ তাই আরিয়ান ছাড়া পাননি৷ নিয়ম অনুযায়ী, জেলের বাইরে রাখা জামিন পত্র পেটি বা জামিন বক্সে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে এসে পৌঁছতে হবে জামিনের নথি৷ কিন্তু শুক্রবার ওই সময় পেরিয়ে যাওয়ার পরেও জেল কর্তৃপক্ষের কাছে কোনও নথি এসে পৌঁছয়নি৷ আর্থার রোড জেলের সুপার নীতিন ওয়েচাল জানিয়েছেন, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আরও পাঁচ মিনিট তাঁরা অপেক্ষা করেছিলেন৷ কিন্তু রিলিজ মেমো না পৌঁছনোয় আজ আরিয়ানকে ছাড়া সম্ভব হয়নি৷ এই কারণে আরও এক রাত তাঁকে জেলেই কাটাতে হবে৷