এই পুজোয় নতুন আঙ্গিকে পরিবেশন কর হয়েছে ভবা পাগলা রচিত ‘নদী ভরা ঢেউ’ গানটি। তিমির বিশ্বাস ও ইপিআর আইয়ার – কে যৌথভাবে কাজ করেছেন এই নতুন প্রচেষ্টায়।
এই গানটি কন্টিনিউয়াম নামক একটি মিউজিক্যাল সিরিজের প্রথম গান। দুটি গান বিশিষ্ট এই সিরিজটি মূলত মৃত্যুর দেবতা ও একজন অতি সাধারণ মানুষের কথোপকথনকে কেন্দ্র করে তৈরী।
আসল গানটিতে ভবা পাগলা জীবনকে নদীর সাথে তুলনা করেছেন। তিনি বলতে চেয়েছেন যে মানুষ শুধু চায় জীবনকে তার নিজের মতন করে চালনা করতে কিন্তু পরে না কারণ সবই পূর্বনির্ধারিত। আমরাই এই নিহিতার্থ বুঝতে পারি না।
এই নতুন গানটিতে, ভবা পাগলার এই দর্শনটি গাইছেন তিমির এবং ইপিআর তার উর্দু কবিতা র্্যাপ করেছেন যার মূল বক্তব্য কিন্তু জীবনের অপূর্ণতাকে স্বীকার করার কথা বলে।
এই গানকে আরও অভিনব করে তুলেছেন সুরকার সায়ন গাঙ্গুলি।
আরও পড়ুন: ফুটবলের ‘যুদ্ধং দেহি’ গানে মাতলেন দেব
নদী ভরা এই গানের মুক্তি নিয়ে উৎসাহিত তিমির। তিনি বলেন, ” এই গানটি অনেকদিন ধরেই অনেকে গেয়েছেন, আমিও গেয়েছি বহুবার। কিন্তু এই নতুন গানটার সবচেয়ে বিশেষ বিষয়টা হলো ইপিআর। ওর রাপ গুলো মিউজিক ভিডিওর চাহিদা অনুযায়ী কখনো মূল গানের কাছে আত্মসমর্পণ করেছে আবার কখনো বিরোধিতা করেছে। এইভাবে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে আমি যেনো গানের ভেতরের মানেটা আরো ভালোভাবে বুঝতে পারছি। গানটার যে একটা গভীর অর্থ আছে, সেইটার একটু হলেও বুঝতে পেরেছি বলে মনে হয়েছে।” তিমির আরো বলেন ” এতদিন আমি ইপিআর কে একজন ভালো গায়ক হিসেবে চিনতাম। কিন্তু এই কাজটা করতে গিয়ে আমার, কবি ইপিআর এর সাথে পরিচয় হয়েছে, যে অসাধারণ কবিতা লেখে। “
ইপিআর, তাঁর আর তিমিরের, এই গান তৈরি করতে গিয়ে পরিশ্রমের কথা মনে করেন, এটা একটা এমন কাজ যেখানে ফোক গানের সাথে হিপহপ এর একটা মেলবন্ধন ঘটেছে, তারই ফলস্রুতি এই গান।”গানটির মুক্তির সাথে সাথেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সঙ্গীতপ্রেমীদের মধ্যে।