কলকাতা:কলকাতা:বলিউড-টলিউড মিলিয়ে অভিনেতা টোটা রায়চৌধুরী(Tota Roy Choudhury)র হাতে এখন যথেষ্ট কাজ। সিনেমা থেকে ওয়েব সিরিজ-পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে তিনি দর্শকদের কাছে এখন যথেষ্ট আকর্ষণীয়। ‘রকি আউর রানি কি প্রেম কাহানি'(Rocky Aur Rani Kii Prem Kahaani) হিন্দি ছবি থেকে শুরু করে বাংলা ওয়েব সিরিজ এ ফেলুদার চরিত্রে তিনি দর্শকদের মন মাতিয়েছেন।
আরও পড়ুন:‘বলিউডের দীপিকা বাংলার আছে মিমি’, শুভশ্রীকে চুমু মিমির
কলকাতা: এবার তাকে দেখা যাবে অনেক দিনের পুরনো বন্ধু টলিউড সুপারস্টার জিৎ(Tollywood Superstar Jeet) এর সঙ্গে পিরিয়ড ড্রামা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'(kau bole biplobi kau bole dakat) ছবিতে। পথিকৃৎ বসুর পরিচালনায় এই ছবিতে দুজন জুটি বেঁধে নাকি দারুন কাজ করেছেন।
এটি অনন্ত সিংহর একটি আত্মজীবনীমূলক কাহিনী নিয়ে চলচ্চিত্র। যেখানে ব্রিটিশ বিরোধী বিপ্লবী এবং চট্টগ্রামের অন্যতম নেতা অনন্ত সিংহের জীবনের উপর আলোকপাত করা হয়েছে। যিনি একই সাথে বিপ্লবী এবং ঢাকা হিসেবে পরিচিত ছিলেন। এই চরিত্রে দেখা যাবে জিৎকে। ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী। যে চরিত্রটির নাম দুর্গা রায়। ছবির গল্প ১৯৬০ এর দর্শকের কলকাতার পটভূমিতে নির্মিত। প্রধান চরিত্র অনন্ত সিংহ একজন রহস্যময় ব্যক্তি, যিনি একজন ডাকাত নাকি একজন বিপ্লবী সেই চরিত্রই ফুটিয়ে তুলবেন অভিনেতা জিৎ।স্বাধীনতার পর, সামাজিক দুর্নীতি এবং সাধারণ মানুষের শোষণের দ্বারা হতাশ হয়ে, তিনি বঞ্চিতদের মধ্যে সম্পদ পুনর্বণ্টন করার সিদ্ধান্ত নেন। ব্যাংক ডাকাতি করা এবং শক্তিশালী ব্যক্তিত্বদের থেকে কী পাওয়া যেতে পারে, সেদিকে নজর দিয়েছিলেন। ইন্সপেক্টর দুর্গা রায়ের নেতৃত্বে পুলিশ যখন তাকে খুঁজে বের করার চেষ্টা করে, তখন অনন্তের সূক্ষ্ম পরিকল্পনা এবং সামরিক দক্ষতা তাকে এগিয়ে রাখে। পুলিশের কাজ কঠিন হয়ে পড়ে। কিন্তু অনন্ত কেন এমন পদক্ষেপ করলেন? এর সঙ্গে জড়িয়ে আছে তার অতীত, তার সহকর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য প্রতিশোধ নেওয়ার গল্প।
নিজের চরিত্রটি নিয়ে যথেষ্ট খুশি অভিনেতা টোটা। অভিনেতা হিসেবে গল্পের চিত্রনাট্যকে টোটো সব সময় গুরুত্ব দিয়ে থাকেন। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
তাঁর নিজের কথায়, ‘চরিত্রটির মধ্যে যথেষ্ট দৃঢ়তা ও গভীরতা রয়েছে। চরিত্রটির মধ্যে অনেকগুলো স্তর রয়েছে।’
পরিচালক পথিককে নিয়েও যথেষ্ট উচ্ছ্বসিত অভিনেতা টোটা। টলিউড নায়ক জিতের সঙ্গে এই প্রথম পর্দায় দেখা যাবে টোটাকে। টোটা বলেন,’জিৎ এবং আমি বহুদিনের পুরনো বন্ধু হলেও একসঙ্গে কাজ করা হয়নি এর আগে। আমি যথেষ্ট আনন্দিত যে এই ছবিতে আমরা পর্দায় একসঙ্গে থাকবো।’
দেখুন অন্য খবর: