বাংলায় সেইভাবে সায়েন্স ফিকশন হয়নি বললেই চলে, তবে এবার পরিচালক সপ্তাশ্ব বসু এমন একটি বড় ক্যানভাসের ছবি প্যান করছেন, যা বাংলাতে তৈরি হলেও প্ল্যান ইন্ডিয়ার কথা মাথায় রেখে ভারতীয় অন্যান্য ভাষাতে ডাব করে প্রকাশ করা হবে। এই ছবির নাম ঠিক হয়েছে ‘কিংবদন্তি ‘।
পরিচালক সপ্তাশ্ব বসু জানান, ‘কিংবদন্তি’ এমন একটি ছবি যার প্রেক্ষাপট হবে প্রথম বিশ্বযুদ্ধ। সেই সময় বহু ভারতীয় সৈনিক ইংরেজদের জন্য যুদ্ধ করেছিল, বহু সৈনিক মারা যায় অনেকেই আবার নিখোঁজ। এই সৈনিকরাই যুদ্ধ করতে গিয়ে একটি দ্বীপে পৌঁছে যায়। সেখানে তারা দেখতে পায় বেশ কিছু মাইথলজিকাল চরিত্র ঘুরে বেড়াচ্ছেন। এখানেই শুরু হয় ছবির গল্প।
পরিচালক আরও জানান, মাইথলজিতে এমন অনেক অস্ত্র বা যানবাহনের কথা আছে, যা আদপে বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। এমনই এক কাহিনি বলবেন তিনি। আগামী বছরের মার্চ মাস নাগাদ ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হবে। ছবির চিত্রনাট্য তৈরি হলেও এখনও চূড়ান্ত হয়নি স্টারকাস্ট। তবে টলিউড ও বলিউডের বেশকিছু বড় নাম আসতে চলেছে। এই ছবির বেশিরভাগই ভিএফএক্স এর সাহায্যে তৈরি হবে। এই ছবির পোস্টার মুক্তি পেয়েছে, যা দর্শকদের মধ্যে কৌতুহল তৈরি করেছে।