সাহিত্য থেকে ছবির পর্দায় বহু বাংলা ছবি বাঙালি দর্শক দেখেছে । এমনই একটি ছবি খুব শীঘ্রই দর্শকদের সামনে আসতে চলেছে। পরিচালক প্রযোজক পিযুষ সাহার ছবি ”জালবন্দী”। সাহিত্যিক সমরেশ মজুমদার এর উপন্যাস ‘জালবন্দী” থেকেই এই ছবি তৈরি হয়েছে।
মূল গল্পের খুব বেশি পরিবর্তন করা হয়নি। এই ছবিতে মুখ্য পাঁচটি চরিত্রকে ঘিরে এগিয়ে কাহিনী। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে দীপঙ্কর দে, রণজয় বিষ্ণু, পায়েল সরকার, দর্শনা বনিক, প্রিন্স, জুন মাল্য প্রমুখ।
সম্পত্তির পিছনে ছুটছে সব চরিত্র গুলি। সম্পত্তির জন্য নানা ধরণের জালিয়াতি করতে পিছপা হয়না বিভিন্ন চরিত্র। প্রথমবার এই ছবিতে কিছুটা নেগেটিভ চরিত্রে দেখা যাবে রণজয়কে। জুন মারিয়া ও পায়েল সরকারকেও একদম অন্যরকম চরিত্রে দেখতে দর্শক। ছবিটির কাজ সম্পূর্ণ শেষ। সূত্র অনুযায়ী আগামী ডিসেম্বরে ‘জালবন্দি’ মুক্তি পেতে পারে। ছবিতে বিভিন্ন চরিত্রদের প্রথম লুক প্রকাশ পেল।