ওয়েব ডেস্ক: প্রথম ভারতীয় চিত্রশিল্পী হিসেবে এবছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রেখেছিলেন পরেশ মাইতি(First Indian painter Paresh Maity)। সত্যজিৎ রায়(Satyajit Ray) পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি'(Arenyer Dinratri) ছবির বিশেষ প্রদর্শন উপলক্ষে শর্মিলা ঠাকুর,সিমি গেরোওয়াল(Sharmila Tagore and Simi Gerwalde) যেমন উপস্থিত ছিলেন তেমনি এক ঝাঁক বলিউড অভিনেতাকে কান এর লাল গালিচায় দেখা গেছে।
আরও পড়ুন:অবশেষে সিদ্ধান্ত বদলে কী কান-এ ছুটলেন আলিয়া!
প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী যিনি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত নন তিনিও এই উৎসবে যোগ দিয়েছিলেন। যা সংবাদের শিরোনামে উঠে এসেছে। তিনিই প্রথম ভারতীয় শিল্পী হিসেবে এই উৎসবে পা রাখলেন। নিজের ডিজাইন করা পোশাকেই রেড কার্পেটে হেঁটেছিলেন মেদিনীপুরের ছেলে প্রখ্যাত শিল্পী পরেশ। শিল্পী জানান, অনেক বছর আগে থেকেই আমি নিজের পোশাক নিজেই বানাতে- ডিজাইন করতে শুরু করেছিলাম কারণ সবকিছুকেই আমি শিল্প হিসেবে গড়ে তুলতে চাই। লাইফ ইজ আর্ট-আর্ট ইজ লাইফ। এটাই পরেশের মোটো। এ বছর কান চলচ্চিত্র উৎসবের থিম ‘লাইটস-বিউটি অ্যান্ড অ্যাকশন’।
প্রসঙ্গত,আর্ট কালেকটর ও ইন্টারনেট পার্সোনালিটি শালিনী পাসিকে কানে যে সুদৃশ্য নীল গাউনে দেখা গিয়েছে, ডিজ়াইনার মণীশ মলহোত্রর তৈরি সেই পোশাকটির পিছনেও ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে পরেশের আঁকা ছবি।
পরেশ মাইতির বাড়ি তমলুকে, তিনি কলকাতা গর্ভমেন্ট আর্ট কলেজের ছাত্র ছিলেন। ছবি আকার পাশাপাশি তিনি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার স্ত্রী জয়শ্রী মাইতিও একজন শিল্পী।
প্রায় পাঁচ দশক ধরে তাঁর শৈল্পিক কর্মজীবনে, তিনি জলরঙ, তেল এবং অ্যাক্রিলিক চিত্রকর্ম, মিশ্র মাধ্যম, ভাস্কর্য এবং ফটোগ্রাফি সহ শিল্পের বিভিন্ন মাধ্যম তৈরি এবং অন্বেষণ করেছেন।
পরেশ মাইতির শিল্পকর্ম বিশ্বজুড়ে অসংখ্য ব্যক্তিগত সংগ্রাহক দ্বারা সংগ্রহ করা হয়েছে এবং রাষ্ট্রপতি ভবন (রাষ্ট্রপতি ভবন, ভারত), লন্ডনের ব্রিটিশ জাদুঘর, নিউ ইয়র্কের রুবিন মিউজিয়াম অফ আর্ট, নয়াদিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট এবং কিরণ নাদার মিউজিয়াম অফ আর্ট সহ আরও অনেক পাবলিক সংগ্রহে রয়েছে।