বিশ্বজুড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’,’মিস ওয়ার্ল্ড’ এবং তারপর ‘মিস আর্থ’। আমরা সাম্প্রতিককালের ভারত সুন্দরীদের নিয়ে আলোচনায় ব্যস্ত। ২১ বছর পর অতিসম্প্রতি হরনাজ কৌর সান্ধু ফিরিয়ে এনেছেন মিস ইউনিভার্সের মুকুট। তিনি ভারতের ভারতের তৃতীয় সুন্দরী যিনি এই আন্তর্জাতিক প্রতিযোগিতা জিতলেন। এর আগে এই প্রতিযোগিতা জিতেছিলেন সুস্মিতা সেন এবং লারা দত্ত। এছাড়াও আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় কৃতিত্বের অধিকারী বলিউডের ঐশ্বর্য রাই, ডায়ানা হেইডেন, প্রিয়াঙ্কা চোপড়া ও যুক্তা মুখীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া আরেক মিস ওয়ার্ল্ড খেতাব বিজয়ী মানুষি চিল্লারকে দেখা যাবে অক্ষয় কুমারের আগামী বলিউড ছবিতে।এখনো পর্যন্ত আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস আর্থ’ এর খেতাব জিতেছেন একজন ভারতীয় সুন্দরী নিকোল ফারিয়া।
তিনি ২০১০ সালে এই খেতাব জেতেন। বলিউডের ইয়ারিয়া ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। কিন্তু হয়তো আমাদের অনেকেরই স্মরণে নেই যে আজ থেকে প্রায় ৫৫ বছর আগে ১৯৬৬ সালে মিস ওয়ার্ল্ড এ অংশ নিয়েছিলেন এক ভারতীয় সুন্দরী রিতা ফারিয়া। রিতা প্রথম মিস বোম্বে শিরোপা পাওয়ার পর ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন। রিতাই ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি সৌন্দর্যের আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম লিখিয়েছিলেন। ১৯৬৬ সালে তিনিই প্রথম ভারতীয যিনি ‘মিস ওয়ার্ল্ড’ শিরোপা জিতেছিলেন। তিনি একজন চিকিৎসকও ছিলেন। পরবর্তীকালে অবশ্য রিতা দুই কন্যা ও স্বামীর সঙ্গে আয়ারল্যান্ড চলে যান।