কলকাতা: সিনেমার প্লে-ব্যাকে জোড়া কণ্ঠ। সোনু নিগম (Sonu Nigam) এবং অরিজিৎ সিংয়ের ( Arijit Singh)। এর আগে কখনও এই দুজনকে কোনও সিনেমায় প্লে-ব্যাক (Play Back) গাইতে শোনা যায়নি। দুজনকে একজায়গায় আনার কৃতিত্ব পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি। যদিও অরিজিৎ-সোনুর ডুয়েট মিক্সিংয়ের কাজ শেষ করে ফেলেছেন সৃজিত। এই অসাধ্য সাধন করে দারুণ গর্বিত পরিচালক।
নতুন নতুন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন সৃজিত। তাঁর সেই এক্সপেরিমেন্ট কখনও দর্শকদের ভালো লাগে কখনো আবার তা কটাক্ষের শিকার হয়। এহেন পরিচালক নিজের সোশ্যাল মিডিয়ায় জানালেন এই বিস্ময়কর খবর। সৃজিত জানিয়েছেন, “প্রথমবার অরিজিৎ সিং আর সোনু নিগমের ডুয়েটের কাজ শেষ করলাম। এটা আমার কাছে একটা আশীর্বাদের মতো। সত্যিই আমি আজ গর্বিত।’ তবে পরিচালকের কোন ছবির জন্য এই গান রেকর্ড করা হয়েছে তা এখনো জানা যায়নি। এই গান কি ব্যোমকেশ সিরিজের জন্য রেকর্ড করা হয়েছে বাকি পুজো রিলিজের দশম অবতারের জন্য। এখনও তা স্পষ্ট নয়। এর আগেও পরিচালক তাঁর কাকাবাবু ছবিতে একসঙ্গে অরিজিৎ আর রূপম ইসলামকে দিয়ে গান গাইয়েছিলেন। যা এখনও জনপ্রিয়।
আরও পড়ুন:Rachana Bannerjee | এবার রাজনীতিতে রচনা বন্দ্যোপাধ্যায়?
উল্লেখ্য, সৃজিতের হাতে এখন অসংখ্য কাজ রয়েছে। ইতিমধ্যেই ব্যোমকেশ ও দুর্গ রহস্যের কাজ শেষ করে ফেলেছেন সৃজিত। দশম অবতারের রেইকি শুরু করে সোশ্যালে তাঁর আপডেট দিয়েছিলেন। সব ঠিক থাকলে আগামী পুজোয় মুক্তি পাবে ওই ছবি। জানা গিয়েছে, পরিচালকের হাত ধরেই ভারতে প্রথম আসছে শার্লক হোমস। এখানেই শেষ নয়, দিতিপ্রিয়ার সঙ্গেও কাজ করবেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। টলিপাড়া সূত্রে খবর, স্বাধীনতা পূর্ববর্তী সময়ের ভারতের অগ্নিকন্যা বীণা দাসের বায়োপিকে কাজ করতে দেখা যাবে ছোট পর্দার রানি মাকে।