ছবি দেখে মনে হতেই পারে তিনি মডেল। আসলে তা নয়। এই স্টাইল ডিভা কোনও পেশাদার মডেল নন। ইনি একজন ভারতীয় কুস্তির অন্যতম প্রতিভাশালী খেলোয়াড়। বৃহস্পতিবার অলিম্পিকের আসরে যিনি কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন। ফলে তার পদক জয় এবার থেকে গেল অধরা। কুস্তি বিশেষজ্ঞদের ধারণা ভারতীয় এই ২৬ বছরের তরুণী কুস্তিগীর ভিনেশ ফোগটের এবারের মত পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেলেও যদি তিনি টেম্পেরামেন্ট ধরে রাখতে পারেন তবে আগামীবার নিশ্চয়ই সাফল্য পাবেন।অলিম্পিকের আসরে হেরে গেলেও ভিনেশ এখন গুগল সহ বিভিন্ন সার্চে ট্রেন্ডিং। কুস্তিগির হিসেবে তিনি রয়াল ফ্যামিলির সদস্য হলেও কুস্তির বাইরে তিনি ফ্যাশনেবল বলে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন।কুস্তি আখড়ার বাইরে তার স্টাইল স্টেটমেন্ট রীতিমতো ঈর্ষণীয়। এর আগে আন্তর্জাতিক ক্ষেত্রে সফল বহু মহিলা ক্রীড়াবিদকে দেখা গেছে ক্রীড়াঙ্গন ছেড়ে ফ্যাশনের জগতে প্রবেশ করেছেন। এমনকি তারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিছু ম্যাগাজিনের কাভারে ন্যুড ফটোশুট করেছেন।
ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাটর অবশ্য এই মুহূর্তে তেমন কোনো বাসনায় নেই। তা না থাকলেও তিনি নিজেকে ফ্যাশনেবল করেই প্রেজেন্ট করতে চান। তাই তাঁর কিছু ফটোশুট সোশ্যাল মিডিয়ায় রীতিমত ট্রেন্ডিং। একটি ছবিতে দেখা যাচ্ছে স্বামী সম্ভির রাঠের সঙ্গে, দুজনেই ফ্যাশনেবল পোশাক পরে রয়েছেন। তার নাম লিখে সার্চ করলেই তা সামনে উঠে আসছে। নেটিজেনরা মনে করছেন অলিম্পিকে পদক না পেলেও বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট তার কাছে এখন শুধু সময়ের অপেক্ষা। অবশ্য এব্যাপারে ভিনেশের মতামত কিছু জানা যায় নি। ভারতীয় এই মহিলা ফ্রিষ্টাইল কুস্তিগীর ২০১৪ এবং ২০১৮ সালে যথাক্রমে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক এবং জাকার্তা এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। কাজেই সোনার মেয়ে ভিনেশ আগামী দিনে মডেলিংয়ে যাবেন কিনা, তা একমাত্র তিনিই বলতে পারেন।