মুম্বই : অবশেষে ডন ৩(Don 3) নিয়ে মুখ খুললেন পরিচালক ফারহান আখতার(Farhan Akhtar)।কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির অ্যানাউন্সমেন্ট টিজার(Announcement Teaser)।যাতে নতুন ডন(Don) হিসেবে আত্মপ্রকাশ করেছেন রণভীর সিং(Ranveer Singh)।শাহরুখকে(Shahrukh Khan) সরিয়ে কেন রণভীরকে ডনের চরিত্রে বেছে নিলেন,এই প্রশ্ন নিয়ে বিগত কিছুদিন ধরেই কম বিতর্ক তৈরি হয় নি।যদিও তা নিয়ে বিশেষ চিন্তিত নন ফারহান আখতার।সদ্যই পরিচালক জানিয়েছেন,এর আগে অমিতাভের(Amitabh Bachchan) বদলে যখন শাহরুখকে নতুন ডন নির্বাচিত করেছিলেন তিনি,এই একই বিতর্ক(Controversey) সৃষ্টি হয়েছিল।ডনের চরিত্রে রণভীরকে যে দারুণ মানাবে তা আগাম জানাচ্ছেন ফারহান।ইতিমধ্যেই ছবির অ্যানাউন্সমেন্ট টিজারে অভিনেতা সকলের মন জয় করে নিয়েছেন বলেই দাবি ডন ৩-র পরিচালকের।২০২৫সালে মুক্তি পাবে ডন ৩।যদিও খুব শীঘ্রই ছবির শ্যুটিং শুরু করবেন না বলে জানাচ্ছেন ফারহান আখতার।২০২৫এর জানুয়ারিতে ফ্লোরে আসবে ডন ৩।বছরের শেষ দিকে মুক্তি পাবে ছবি।
বিগত বেশ কিছু বছর ধরেই শোনা যাচ্ছে,ডন ৩ তৈরি করতে চান ফারহান আখতার।ছবিতে নতুন ডন হিসেবে শাহরুখই ছিলেন পরিচালকের পয়লা পসন্দ।কিন্তু পাঠান-এর সাফল্যের পর ডন ৩ নিয়ে বেঁকে বসেন কিং খান।ফারহানকে তিনি সাফ জানিয়ে দেন,আর ডনের জুতোয় পা গলাবেন না।শাহরুখের পর রণভীর সিংকেই নতুন ডন করবেন,ঘনিষ্ঠ মহলে এমনটাই ইচ্ছেপ্রকাশ করেছিলেন ফারহান আখতার। কিন্তু তিনি বুঝতে পারেননি সময়টা এত তাড়াতাড়ি চলে আসবে।অবশেষে ডন ৩-র অ্যানাউন্সমেন্ট টিজারে নতুন ডন হিসেবে আত্মপ্রকাশ করেন রণভীর সিং।এরপরই রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে।কারণ,ডনের চরিত্রে দারুণ সফল শাহরুখ খান। রণভীর সিং যে তার বদলি হতে পারেন,তা ভেবেই পাচ্ছে না নেটিজেনের একাংশ।এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।যদিও এই বিতর্ককে বিশেষ পাত্তা দিচ্ছেন না ফারহান আখতার।পরিচালকের দাবি,২০০৬সালে যখন শাহরুখ নতুন ডন হন,তখনও এই একই ঘটনার সাক্ষী ছিলেন তিনি। নতুন ডন রণভীরের ভূয়সী প্রশংসা করে ফারহান জানাচ্ছেন,ডনের চরিত্রে সফল হবেন রণভীরও।অভিনেতা হিসেবে গালিবয় তারকা যথেষ্ঠ প্রতিভাবান।এই মুহূর্তে বলিউডের নবীন প্রজন্মের অভিনেতাদের থেকে অনেকটাই এগিয়ে রণভীর সিং।নিজের অভিনয়ের স্টাইলের জোরেই দর্শকের মন জয় করবেন অভিনেতা।