মুম্বই: স্টুডিও থেকে উদ্ধার প্রখ্যাত আর্ট ডিরেক্টর নীতীন দেশাইয়ের (Famous Art Director Nitin Desai) মৃতদেহ। বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। করজাতে নিজের স্টুডিও অর্থাৎ এনডি স্টুডিওতে আত্মঘাতী হয়েছেন নীতীন চন্দ্রকান্ত দেশাই। কেন তিনি এই পদক্ষেপ নিলেন সেটা এখনও স্পষ্ট নয়। নীতিনের মর্মান্তিক মৃত্যুতে ফিল্ম ইন্ডাস্ট্রি একজন প্রতিভাবান শিল্পীকে হারাল।
নীতীন মূলত মারাঠি এবং হিন্দি ছবিতে কাজ করতেন। এই দুই ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল। দুই দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন নীতিন। মুম্বইয়ে জন্ম নীতীনের। আটের দশকে মুম্বইয়ের ফিল্ম সিটি থেকে কেরিয়ার শুরু করেন। নীতিশ রায়ের সহকারী হিসেবে কাজ করেছেন। মুম্বইয়ের গ্ল্যামার জগতে নীতীনের কাজের পরিচিতি বাড়ে ১৯৪২: আ লাভ স্টোরি হিট হওয়ার পর থেকে। এরপর আর পিছনে ফিরে তাকাননি বলিউডের নামজাদা আর্ট ডিরেক্টর।
আরও পড়ুন: রোহিত-বিরাট ছাড়াই সিরিজ জয়, দায়িত্ব কাঁধে তুলে নিলেন শুভমান গিল
আশুতোষ গোয়ারিকর, বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, এবং সঞ্জয় লীলা বানসালির মতো তাবড় তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করছেন। লগান,দেবদাস, তাঁর ঝুলিতে রয়েছে খামোশি: দ্য মিউজিক্যাল, কামসূত্র: আ টেল অফ লাভ,করীব, সালাম বম্বে, দ্য লেজেন্ড অফ ভগৎ সিং যোধা আকবর-এর মতো বহু সিনেমার সেট ডিজাইন করেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ফিল্মফেয়ার সহ চার-চারটি জাতীয় পুরস্কার। তিনবার শ্রেষ্ঠ শিল্প নির্দেশনার পুরস্কার ২০০৫ সালে, নীতিন দেশাই এনডি স্টুডিও প্রতিষ্ঠা করেন। মুম্বইয়ের কাছে কারজতে একটি বিস্তৃত ৫২ একর সম্পত্তি। স্টুডিওটি যোধা আকবর এবং ট্র্যাফিক সিগন্যালের মতো উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি পরিচালনা করেছে।
জানা গিয়েছে, বুধবার ভোরে এনডি স্টুডিওতে পড়েছিল নীতীনের নীথর দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন অভিজ্ঞ আর্ট ডিরেক্টর। অনেকে মনে করছেন, আর্থিক সমস্যার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তাঁর জেরেই এমন পদক্ষেপ? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আদৌ কী আত্মহত্যা সেই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছে পুলিশ।